পশুপ্রেম বটে! জন্মদিনে পোষ্যকে দারুণ সারপ্রাইজ যুবকের, ১৬ লক্ষেরও বেশি টাকা খরচ করে সারমেয়র জন্য তৈরি করলেন আস্ত বাড়ি

জন্মদিন সকলের কাছেই ভীষণ কাছের। আর নিজের প্রিয়জনের যদি জন্মদিন হয়, তাহলে আর কোনও কথাই নেই। প্রিয়জনের জন্মদিনে অনেকেই নানান অবাক কাণ্ড ঘটান বটে। হোক না পোষ্য, তাতে কী! পোষ্যদের পশুপ্রেমীরা নিজেদের পরিবারের অংশ বলেই মনে করেন। এবার তাই নিজের প্রিয় পোষ্যের জন্য এক দারুণ সারপ্রাইজের ব্যবস্থা করলেন যুবক।
ব্রেন্ট রিভেরা নামে ওই যুবক ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি ভিডিওতে জানান, তাঁর পোষ্য কুকুর চার্লির জন্মদিনের জন্য এক বিশেষ উপহার তাকে দিয়েছেন তিনি। চার্লির জন্য তিনি একটি আস্ত বাড়ি বানিয়ে দিয়েছেন। আর তা যে সে বাড়ি, পুরদস্তুর ইট, বালি, সিমেন্ট দিয়ে বানানো এক বাড়ি।
জানা গিয়েছে, শোওয়ার ঘর থেকে শুরু করে বসার ঘর, শৌচালয় সবই রয়েছে এই বাড়িতে। বাড়ির বসার ঘরে আবার টিভি দেখার বন্দোবস্তও রয়েছে। সেই টিভিতে নানান পশুপাখির ভিডিও দেখতে পারবে চার্লি। জানা যাচ্ছে, এই বাড়িটি তৈরি করতে ভারতীয় মুদ্রায় খরচ হয়েছে ১৬ লক্ষেরও বেশি টাকা।
চার্লিকে একাই বাড়িতে রেখে অফিস যেতে হয় ব্রেন্ট রিভেরাকে। সেই সময়টা চার্লি একাই থাকে। এতটা সময় কী একা থাকতে আর ভালো লাগে? চার্লির একাকীত্ব কাটানোর জন্য একজন ‘প্রফেশনাল পেটার’ও নিয়োগ করেছেন ব্রেন্ট। এমনকি, চার্লির নিঃসঙ্গতা কাটাতে একটি ছোট কুকুরছানাও বাড়িতে এনেছেন তিনি। সেই খুদে ছানাকে পেয়ে বেজায় খুশি চার্লি।
এমন ভিডিও দেখে বেশ অবাকই হয়েছেন নেটিজেনরা। প্রচুর ভিউ হয়েছে এই ভিডিওতে। হু হু করে বেড়েছে লাইক ও কমেন্টের সংখ্যা। পশুপ্রেমীরা ব্রেন্টের এই কাজের জন্য বেশ খুশি হলেও অনেক নেগেটিভ কমেন্টও করা হয়েছে এই ভিডিওতে। অনেকেই এই কাজকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন।