অফবিট

কেমন খেতে বিয়ার, জানিয়ে ফেসবুকে পোস্ট যুবকের, লক্ষাধিক টাকা জরিমানা করে যুবককে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

বিয়ারের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এক যুবক। সেই বিয়ারটি কেমন খেতে, তা জানিয়ে ফেসবুকে নিজের মতামত জানান তিনি। আর সেটাই কাল হয়ে দাঁড়াল তাঁর। যুবকের সেই পোস্টের জন্য তাঁকে লক্ষাধিক টাকা জরিমানা ও জেলের সাজা দিল আদালত।

এউ ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে। বিয়ারের ছবি দিয়ে তা কেমন খেতে তা পোস্ট করার জন্য ওই যুবককে দেড় লক্ষ টাকা অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ডের সাজা শোনায় তাইল্যান্ডের এক আদালত। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম আর্টিড সিভানসাফান।

অ্যালকোহলযুক্ত পানীয়ের বিজ্ঞাপন করলে ১১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে, ২০০৮ সালে তাইল্যান্ড সরকারের তরফে আইন পাশ করা হয়েছে। সেই আইন লঙ্ঘনের জন্যই ব্যাঙ্ককের একটি আদালত আর্টিডকে দোষী সাব্যস্ত করেছে।

তবে আর্টিডের দাবী, তিনি বিয়ার নিয়ে কোনও বিজ্ঞাপনী প্রচার করেন নি। ওই বিয়ারটি কেমন খেতে তা গ্রাহকদের জানানো নৈতিক কর্তব্য ছিল তাঁর। আর সেটাই করেছেন তিনি। আর্টিডের দাবী, তাঁকে গ্রেফতারের নির্দেশ ন্যায্য নয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্টিড সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি করেছিলেন ২০২০ সালে। সেই সময় প্রাথমিকভাবে তাঁকে ৮ মাসের জেল ও ৪.৭ লক্ষ টাকা জরিমানা করেছিল ব্যাঙ্ককের একটি আদালত। তবে আদালতে আবেদন জানানোর পর তাঁর জরিমানা ও শাস্তির মেয়াদ কমানো হয়েছে।

Back to top button
%d bloggers like this: