খেলা

স্বপ্নপূরণ মেসির! টানটান ম্যাচে ট্রাইব্রেকারে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় আর্জেন্টিনার

শেষবার যখন তারা বিশ্বকাপ জিতেছিল, সালটা ছিল ১৯৮৬। দিয়াগো মারাদোনার আর্জেন্টিনা জার্মানির বিরুদ্ধে ছিনিয়ে এনেছিল জয়। এবার ৩৬ বছর পর কাটল শাপ। অবশেষে জীবনের শেষ বিশ্বকাপে সোনার কাপ হাতে নিয়েই দেশে ফুরবেন লিওনেল মেসি। ফাইনালে হ্যাট্রিক করেও সেরার সেরা হতে পারলেন না এমবাপে।

চলতি বিশ্বকাপে প্রথম থেকেই দুর্ধর্ষ খেলে এসেছে ফ্রান্স। তাই মেসির টিমের যে ফরাসি খেলোয়াড়দের সামনে একটু বেগ পেতে হবে, তা জানাই ছিল। কিন্তু সমানে লড়ে গেলেন মেসি, মারিয়ারা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারার পর থেকে বেশ ফর্মে থেকেছে আর্জেন্টিনা।

ফাইনালের ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সদেরই বেশ ঘোল খাওয়াই বৈ কী মেসির দল। তবে দ্বিতীয়ার্ধে নায়ক হয়ে ওঠেন এমবাপে। জোড়া গোল দেন তিনি। এদিন প্রথম থেকে চূড়ান্ত ফর্মে ছিলেন মেসি। খেলার প্রথমের দিকে ডি মারিয়াকে ফাউল করার জেরে প্রথম পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর সেই পেনাল্টি ভালো মতোই কাজে লাগান মেসি। বল জড়িয়ে দেন জালে।

শেষের দিকে যখন সবাই ভেবেই নিয়েছেন আর্জেন্টিনাই জয়ী হতে চলেছে, সেই সময় ৮০ মিনিটের পর পেনাল্টি থেকে গোল করে ম্যাচ তুলে আনেন এমবাপে। আর এই গোল করে ফাইনালে হ্যাট্রিক করেন এমবাপে।

ম্যাচ যখন অতিরিক্ত সময় পেরিয়ে ট্রাই ব্রেকারে ঢোকে, প্রথম সুযোগে দুই দল থেকেই একটি একটি করে গোল করেন এমবাপে ও মেসি। ট্রাই ব্রেকার চলাকালীন একটাও গোল মিস করেনি মেসির দল। ফাইনালে হ্যাট্রিক করে কাপ ঘরে তোলা হল না ফ্রান্সের বছর ২৩-এর এমবাপের। ঈশ্বরের দলের কাছেই গেল ২০২২-এর বিশ্বকাপ। ৩৬ বছর পর ফের স্বপ্নপূরণ আর্জেন্টিনা। আর নিজের কেরিয়ারে প্রথম বিশ্বকাপ জয় করে খুশির শেষ হাসিটা দেখা গেল মেসির মুখেই।  

Back to top button
%d