ক্রিকেট

হাঁটুর চোট সারাতে প্রত্যন্ত জঙ্গলে এক কবিরাজ বাবার কাছে রোজ যান মহেন্দ্র সিং ধোনি! লাখ লাখ টাকার ওষুধ নয়, ২০ টাকার কবিরাজি ওষুধেই বিশ্বাস ধোনির

ক্রিকেট আর খেলবেন না বলে জানিয়েছেন তিনি। অধিনায়কত্ব ছেড়েছেন বহুদিন আগেই। এখন তিনি সংসারে মন দিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মাহি অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনি। নিজের বাড়িতে সময় কাটানোর জন্য বন্ধুদের রাচির বাড়িতে ডাকছেন তিনি।

সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। কেক কাটতে দেখা গেছে তাঁকে। বহুদিন আগে খেলা ছেড়েছেন। তবু হাঁটুতে চোট সারেনি এখনও। সেই ব্যথা কমানোর জন্য, কোনও প্রাইভেট নার্সিং হোম বা কোন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাচ্ছেন না আমাদের ক্যাপ্টেন কুল।

হাঁটুর চোট সারাতে প্রত্যন্ত জঙ্গলে এক কবিরাজ বাবার কাছে রোজ যান মহেন্দ্র সিং ধোনি! লাখ লাখ টাকার ওষুধ নয়, ২০ টাকার কবিরাজি ওষুধেই বিশ্বাস ধোনির 2

বরং সেই সব আধুনিক জিনিসপত্র ছেড়ে তিনি ফিরে যাচ্ছেন অতীতে। প্রায় ৭০ কিলোমিটার দূরে পারি দিচ্ছেন এক দেশীয় কবিরাজের সাহায্য নিতে। বন্ধন সিং খাড়ওয়াড নামক ওই কবিরাজ আসলে দীর্ঘদিন ধোনির পরিবারের চিকিৎসক। অনেকের রোগ সারিয়েছেন তিনি।

এবার তাঁর কাছেই নিজের হাঁটুর চোট সারতে গেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অনুগামীরা মনে করছেন, ২০২৩ আইপিএল আসার আগেই ধোনি ঠিক হয়ে উঠবেন।

Back to top button
%d bloggers like this: