খেলা

আজই ভারতে পা রাখছেন জন সিনা, WWE রেসলারের জন্য অধীর অপেক্ষায় ভারতীয় ভক্তরা, উচ্ছ্বাস দেশজুড়ে

ফের একবার WWE-তে ফিরছেন অন্যতম বিখ্যাত রেসলার জন সিনা। এমন খবর পেয়ে স্বভাবতই খুবই খুশি তাঁর ভক্তরা। WWE-তে ফেরার খবর নিজেই টুইট করে জানিয়েছেন জন সিনা। আর তাঁর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

তিনি টুইটে লেখেন, “WWE পরিবারে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। Smackdown-এ লাইভ দেখা হচ্ছে”। শুধু তাই-ই নয়, তিনি যে ভারতে আসছেন, তাও টুইটে নিজেই জানান তিনি। লেখেন, “প্রথমবার ভারতে রেসলিং করার সুযোগ পেয়ে আমি খুবই উত্তেজিত। সময় এসে গিয়েছে, শীঘ্রই দেখা হবে”।

তাহলে কবে আসছেন জন সিনা?

রেসলারের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন জন সিনার ভারতে আসার। আজ, ৮ সেপ্টেম্বরই ভারতে আসছেন এই জনপ্রিয় রেসলার। এদিন ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে সুপারস্টার স্পেকট্যাকল ইভেন্ট। এই নিয়ে ইতিমধ্যেই বেশ ভালো প্রচার হয়েছে। এই ইভেন্টেই যোগ দেবেন জন সিনা।

রোমান রেন্স সুপারস্টার এই ইভেন্টে না থাকায় ভক্তরা বেশ মুষড়ে পড়েছিলেন। তবে জন সিনার আগমনী বার্তায় বেশ উচ্ছ্বসিত সকলে। সকলের মনে এখন একটাই প্রশ্ন, এবারের এই আসরে কে মুখোমুখি হবেন জন সিনার? তা এখনও জানা যায়নি।

জন সিনা ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। শুধুমাত্র রেসলিংই নয়, জন সিনা হলিউডের অনেক ছবিতেও কাজ করেছেন। এছাড়াও অনেক বইও লিখেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নের ভারতে আগমনের খবরে তাঁর ভারতীয় ভক্তরা কিন্তু খুবই উচ্ছ্বসিত।

Back to top button
%d bloggers like this: