ফুটবল ছেড়ে এবার ক্রিকেটে মজলেন নাকি মেসি? বিশ্বকাপ জেতার পর জয় শাহ্’কে নিজের সই করা জার্সি উপহার দিলেন লিও

৩৬ বছরের অভিশাপ কাটিয়ে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল টিমের ‘ঈশ্বর’-এর খেলায় মুগ্ধ গোটা বিশ্ব। সোনার কাপ জেতার পর এবার নিজের সই করা জার্সি তিনি উপহার দিলেন ভক্ত জয় শাহ্’কে।
আর্জেন্টিনা শেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬সালে। সেই কাপ জেতার আনন্দে আত্মহারা হয়েছিলেন মারাদোনার দেশ-সহ গোটা বিশ্ব। ৩৬ বছর পর সেই একই উন্মাদনা সকলের মধ্যে এনে দিয়েছেন লিওনেল মেসি। তিন যুগ পর দেশকে কাপ এনে দিয়েছেন তিনি। ফাইনালে তাঁর খেলা দেখতে রাত জেগেছিল গোটা বিশ্বের মানুষ। এদের মধ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও।
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর টুইট করে তিনি লিখেছিলেন, “কী অসাধারণ একটা ম্যাচ হল। দুই দলই দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানাই। যোগ্য হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে তারা”। এরপর বড়দিনের আগেই জীবনের অন্যতম সেরা পুরস্কার পেলেন শাহ। নিজের সই করা জার্সি জয় শাহ্’কে পাঠালেন মেসি।
What an incredible game of football! Both teams played extraordinarily well but congratulations to Argentina for winning their 3rd #FIFAWorldCup! A well-deserved victory. pic.twitter.com/3J2z7hlxGQ
— Jay Shah (@JayShah) December 18, 2022
এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন প্রাক্তন ভারতীয় তারকা প্রজ্ঞান ওঝা। তিনিই মেসির সই করা জার্সি জয় শাহ্’র হাতে তুলে দিয়ে সেই ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল অ্যাকাউন্টে। তিনি লেখেন, “জয় ভাইয়ের জন্য শুভেচ্ছা আর সই করা জার্সি পাঠিয়েছেন GOAT। কী নম্র স্বভাবের মানুষ তিনি। আশা করি, খুব তাড়াতাড়ি আমি নিজের জন্যও এমন একটা উপহার পাব”। নিজের অটোগ্রাফের উপর মেসি জয় শাহ্’র নামও লিখেছেন।
View this post on Instagram
এমন উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুবই আপ্লুত জয় শাহ। নিজের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত ব্যক্ত না করলেও, তাঁর হাসিমুখই বলে দিয়েছে যে তিনি ঠিক কতটা খুশি।