রাজ্য

‘মমতাকে প্রাক্তন করতে গেলে উনি নিজেই মমি হয়ে যাবেন’, শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি মদনের

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) যদি প্রাক্তন করতে হয়, তাহলে নিজেই মমি হয়ে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUvendu Adhikari)। এমনই মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বেলঘরিয়ার ‘বিদেশি পাখির মেলা, মাছের মেলা, সাথে ফুল ও ফলের দেখা’ মেলার উদ্বোধন করতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ককে বেলাগাম আক্রমণ করেন মদন মিত্র (Madan Mitra)।

এদিনের এই উদ্বোধনে শুভেন্দু অধিকারীকে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে মদন বলেন, “প্রয়োজন হলে শুভেন্দু অধিকারীর প্রেসার মেপে দেব। তাঁর মানসিক চিকিৎসার প্রয়োজন। তিনি চিকিৎসা করাতে চাইলে আমি তাঁকে সাহায্য করব”।

পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই নানান রাজনৈতিক দলের একে অপরকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ছে। গতকাল, শুক্রবার রাণাঘাটের এক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আগেই নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। এবার তাঁকে প্রাক্তন করে দেব”। এর জবাবেই মদন বলেন, “আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যত এই ধরনের কথা বলছেন ততই অসুবিধায় পড়ছেন। মমতাকে প্রাক্তন করতে গেলে উনি নিজেই মমি হয়ে যাবেন”।

এদিন মেলার উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, “কবে পঞ্চায়েত নির্বাচন হবে কিন্তু তার আগেই আমাদের মেডিক্যাল ক্যাম্প তৈরি হয়ে গিয়েছে। সেখানে ব্যান্ডেজও থাকবে। কারণ যেভাবে বিজেপি নোংরামি করছে, অসভ্যতা করছে, যেভাবে শুভেন্দু নোংরা অকথ্য কথা বলছে, তাতে মানুষ যেকোনও সময় আক্রান্ত হতে পারে। তাই আমরা আগে থেকেই ডাক্তারের ব্যবস্থা রাখছি। পঞ্চায়েতে ব্যান্ডেজ খুব কাজে লাগবে”।

শুভেন্দুর অভিযোগ, ২০১৮ সালের আগের নির্বাচনগুলিতে তৃণমূল ভোট লুট করে জিতেছে। এর পাল্টা দিয়ে মদন প্রশ্ন, “শুভেন্দু অধিকারী তো ২০১৮ সালের আগে তৃণমূলেই ছিলেন। সেই সময়ে যদি ভোট লুট করে জেতা হয় তাহলে তার দায়ভার তিনি নেবেন তো”?

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। এবার পঞ্চায়েত নির্বাচনে সেই নন্দীগ্রামেই যেতে চাইছেন মদন মিত্র। তাঁর কথায়, “পঞ্চায়েতে আমাকে যেখানে পাঠানো হবে যাব। আমি নন্দীগ্রামে যেতে চাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লড়াইয়ের সময়ে সিরাজ জানতেন না যে তাঁর ৫০ হাজার সেনা দাঁড়িয়ে থাকবে। নন্দীগ্রামেও যে এই রকম নোংরামি হবে তা আগে জানতাম না। এখন জেনেছি। সেখানে গিয়ে জানতে চাই, নন্দীগ্রামের মানুষ কী সত্যিই মমতাকে হারিয়েছিলেন”। তিনি এদিন এও বলেন যে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব পাওয়ার পর কুণাল ঘোষ সেখানে ভালো কাজ করছেন।

Back to top button
%d bloggers like this: