জ্যোতিষশাস্ত্র

জন্মাষ্টমীর দিন অবশ্যই করুন এই কাজগুলি, আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ করবে ছোট্ট গোপাল

ভগবান শ্রী কৃষ্ণ, শ্রী হরি বিষ্ণুর পূর্ণ অবতার, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। সেই থেকে প্রতি বছর এই দিনটিকে কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। এই বছর, ভগবান শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী ৬ সেপ্টেম্বর ২০২৩। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন মানুষ পূর্ণ বিশ্বাসের সঙ্গে উপবাস ও পুজো করে। জ্যোতিষশাস্ত্রে লাড্ডু গোপালের আশীর্বাদে সুন্দর ও গুণী সন্তান লাভের জন্য কিছু উপায়ের কথা বলা হয়েছে।

জেনে নেওয়া যাক, সেই উপায়গুলি কী কী-

  • জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যাদের কুণ্ডলীতে বুধ এবং বৃহস্পতি দুর্বল তাদের সন্তান ধারণে অসুবিধা হয়। এমন অবস্থায় কৃষ্ণ জন্মাষ্টমীর দিন স্বামী-স্ত্রী মিলে তুলসীর মালা দিয়ে ১০৮ বার সন্তন গোপাল মন্ত্র জপ করতে হবে। ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে। দেহে কৃষ্ণ ত্বামহম শরণম্ গতঃ।
  • আপনিও যদি লাড্ডু গোপালের আশীর্বাদে সুন্দর ও গুণী সন্তান চান, তাহলে জন্মাষ্টমীর দিন নিচের মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এই মন্ত্রটিকে খুবই অলৌকিক ও শক্তিশালী বলে মনে করা হয়। সর্বধর্মণ পরিত্যজ্য মামেকাম শরণম্ ব্রজ। অহম্ ত্বা সর্বপাপ্যভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা।
  • সুন্দর ও গুণী সন্তান পেতে জন্মাষ্টমীর দিন নন্দলালাকে লাড্ডু নিবেদন করুন। এর পরে, এই লাড্ডুটি প্রসাদ হিসাবে গর্ভবতী মহিলাকে খাওয়ান।
  • কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ঘরে শসা নিয়ে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। এর পরে, গর্ভবতী মহিলাকে প্রসাদ হিসাবে পুজোয় ব্যবহৃত এই শসা খাওয়ান। এতে গুণী সন্তানের প্রাপ্তি হয়।
  • লাড্ডু গোপাল মাখন-মিশ্রীকে খুব পছন্দ করে। এমতাবস্থায় জন্মাষ্টমীর দিন কানহাকে মাখন ও মিশ্রী নিবেদন করুন এবং  একজন গুণী সন্তান কামনা করুন। এতে করে দেবকিনন্দন শীঘ্রই প্রসন্ন হবেন এবং আপনাকে একটি সুন্দর সন্তানের আশীর্বাদ করবেন।
Back to top button
%d bloggers like this: