চলছে শ্রাবণ মাস, শিবপুরাণ অনুযায়ী এই মাসে অবশ্যই করুন এই কাজগুলি, দূর হবে দারিদ্র্যতা-আর্থিক সংকট, পূর্ণ হবে মনোবাঞ্ছা

শিব পুরাণে ভগবান শিব সম্পর্কে অনেক তথ্যই রয়েছে। শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, ভগবান শিবের আরাধনা করলে মানুষের জীবনের সমস্ত কষ্টের অবসান হয়। যদি কোনও ব্যক্তি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন, তবে তিনি শ্রাবণ মাসে কিছু সহজ ব্যবসঙ্গে গ্রহণ করে উপশম পেতে পারেন।
জেনে নেওয়া যাক, শিবপুরাণে উল্লিখিত কিছু সহজ উপায় যার মাধ্যমে দারিদ্র্যতা দূর হয়-
শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন
শিবপুরাণে বলা হয়েছে, যদি কোনও ব্যক্তির ইচ্ছা পূরণ না হয়, তাহলে শ্রাবণ মাসে ভগবান শিবকে এক লাখ বেলপত্র নিবেদন করতে হবে। এই প্রতিকার করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এইরূপে একজন শিবভক্ত জগতের সকল বস্তুগত আনন্দ লাভ করেন।
ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক
শিবপুরাণ অনুযায়ী, যে ব্যক্তি ঘি দিয়ে ভগবান শিবের অভিষেক করেন, সেই ব্যক্তির স্বাস্থ্য ভালো থাকে। যদি কেউ স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তাহলে শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করুন। শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করলে মানুষ সবল ও সুসঙ্গে হয় এবং সমস্ত সুখ লাভ করে।
শিবলিঙ্গে হরসিঙ্গর ফুল অর্পণ করুন
মনে করা হয়, সমুদ্র মন্থনের সময় হরসিঙ্গার ফুলের উৎপত্তি হয়েছিল। শিবপুরাণে বলা হয়েছে, ভগবান শিবের পুজোয় হরসিঙ্গার ফুল ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হরসিঙ্গর বা পারিজাত ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে সব ধরনের সুখ ও সমৃদ্ধি আসবে।
মুগ ডাল দিয়ে শিবলিঙ্গে অভিষেক
শিবপুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে শিবকে মুগ দিয়ে অভিষেক করতে হবে। এর জন্য রাতে মুগ জলে ভিজিয়ে রাখুন এবং পরের দিন শিবকে নিবেদন করুন। এতে করে মানুষের দারিদ্র্য দূর হয়।
শিবলিঙ্গে সম্পূর্ণ গোটা চাল অর্পণ করুন
শিবপুরাণে বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তাহলে শিবকে নিয়মিত গোটা চাল নিবেদন করলে ধন-সম্পদ আসে। শুধু খেয়াল রাখবেন চাল যেন ভাঙ্গা না হয়।