রাজ্য

রাতের অন্ধকারে ঘরে ঢুকল দুষ্কৃতীরা, টর্চ জ্বালতেই মহিলার মাথায় গুলি, প্রবল আতঙ্ক ক্যানিংয়ে

মহিলাকে গুলি করে খু’নের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে ঘরে ঢুকে গুলি করা হল গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার রাতে ক্যানিং থানার অন্তর্গত হাটই পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামে। গুলির জেরে মৃত্যু হয় ওই মহিলার।

নিহত ওমহিলার নাম ছালিমা সরদার। বয়স ৩১ বছর। জানা গিয়েছে, বছর সাতেক আগে ওই গ্রামের বাসিন্দা বাবুয়ালি সর্দারের সঙ্গে বিয়ে হয় ছালিমার। তাদের একটি পাঁচ বছরের ছেলেও রয়েছে। এই ঘটনার পর ছালিমার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গতকাল, বুধবার রাত্রিবেলা খাওয়া-দাওয়া সেরে ঘরের মধ্যে ওই মহিলা ঘুমিয়ে ছিলেন। আচমকাই রাত দুটো নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী ছালিমার বাড়িতে চড়াও হয়। ওই গৃহবধূ আওয়াজ শুনে টর্চ জ্বালাতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। মুহুর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দ পেয়ে দৌড়ে আসেন আত্মীয় প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে হাজির হয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ছালিমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রাতেই নিহত গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কী কারণে এমন খুন, পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করেছে।

Back to top button
%d bloggers like this: