জ্যোতিষশাস্ত্র

সপ্তাহে ৭ দিন অবশ্যই এই ৬টি উপায় করুন, অর্থের বৃষ্টি হবে আপনার উপর, মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ

সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য অর্থের প্রয়োজন অস্বীকার করা যায় না। পরিবারের সদস্যদের জীবন উন্নত ও মসৃণ করার জন্য রাতদিন প্রত্যেকে পরিশ্রম করেন। তবে অনেক সময়ে ভাগ্য সহায় না হওয়ায় পরিশ্রমের কাঙ্খিত ফল পাওয়া যায় না। স্বাভাবিক ভাবেই হতাশাগ্রস্ত হতে শুরু করেন প্রত্যেকে। তবে জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য জ্যোতিষশাস্ত্র একাধিক উপায় সম্পর্কে জানিয়েছে।

জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়মের উল্লেখ রয়েছে। সপ্তাহের ৭ দিন এই ৬টি উপায় করলে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যক্তি উন্নতি লাভ করবে।

কোন কোন উপায়ের কথা বলা হচ্ছে জেনে নিন।

তুলসীর উপায়

জ্যোতিষ শাস্ত্রে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগানো উচিত। শাস্ত্র মতে নিয়মিত তুলসী গাছ স্পর্শ করলে শরীর শুদ্ধ হয়। নিয়মিত তুলসী গাছের পুজো করলে ব্যক্তি রোগ মুক্ত হতে পারে। তুলসী দর্শন করলে ব্যক্তির পাপ মুক্তি ঘটে।

সর্ষের তেলের প্রদীপ

লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য শনিবার বাড়ির প্রবেশদ্বার ও অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালালে ধনদেবী প্রসন্ন হন। প্রদীপ প্রজ্জ্বলিত করার পর অশ্বত্থ গাছের তিন বার পরিক্রমা করবেন।

নেতিবাচক শক্তি দূর করে

বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব থাকলেও উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। বাড়িতে ব্যপ্ত নেতিবাচক শক্তিকে দূর করতে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার গোবরের ঘুঁটের ওপর লোবান ও গুগুল জ্বালিয়ে বাড়িতে এর ধুনো দেখান। অফিস বা দোকানেও এই উপায় করে দেখতে পারেন। এই উপায়ে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং শুভ শক্তি বিস্তার করবে।

মৌলীর উপায়

মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলিত করার সময়ে তাতে মৌলী সুতো দিয়ে দিন। শাস্ত্র মতে এই একটি উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবেন। এই উপায় করলে ধন লাভ করতে পারবেন। জীবনের সমস্ত দুঃখ-দুর্দশা এক এক করে দূর হবে।

মন্দিরে টাকা নিবেদন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতি মাসে বেতন আসার পর তার কিছু অংশ মন্দিরে দান করুন। এই উপায় করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হবে।

সাদা মিষ্টির ভোগ নিবেদন

জ্যোতিষ অনুযায়ী সাদা লক্ষ্মীর প্রিয় রং। লক্ষ্মীকে সাদা মিষ্টির ভোগ নিবেদন করলে তিনি প্রসন্ন হন। শুক্রবার লক্ষ্মীকে সাদা মিষ্টি বা দুধ দিয়ে তৈরি মিষ্টির ভোগ নিবেদন করলে লক্ষ্মীর কৃপা লাভ করবেন। লক্ষ্মীর আশীর্বাদে অর্থাভাব কেটে যাবে।

Back to top button
%d bloggers like this: