আরবিআই ২০০০ টাকার নোট ব্যান করার ঘোষণার পরদিনই সরকারি অফিস থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল ২০০০-এর নোট ও বিপুল সোনা, হইচই রাজ্যে

গতকাল, শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ২০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করা হয়েছে। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আয়ু এই ২০০০-এর নোটের। এই ঘোষণার পরদিনই ঘটে গেল এক অবাক কাণ্ড। সরকারি অফিসের বেসমেন্টের আলমারি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা ও বিপুল সোনা। উদ্ধার হওয়া টাকার মধ্যে সবথেকে বেশি ২০০০ টাকার নোটই। এ কাণ্ড দেখে তাজ্জব পুলিশ ও সরকারি আধিকারিকরাও।
রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যোজনা ভবনের বেসমেন্টে আলমারির ভিতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ায় সন্দেহ আরও জোরাল হচ্ছে। এত বিপুল টাকা ও সোনা কোথা থেকে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই টাকা-সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে ওই অফিসের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের যোজনা ভবনে। পুলিশ সূত্রে খবর, যোজনা ভবনের এক আলমারিতে একটি সুটকেস রাখা ছিল। সেই সুটকেস থেকেই ২.৩১ কোটি টাকা ও ১ কেজি সোনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব বলেন, “যোজনা ভবনের বেসমেন্টে একটি আলমারি থেকে কিছু ফাইল উদ্ধার হয়েছে এবং আরেকটি আলমারি থেকে নগদ ও সোনা ভর্তি ট্রলি সুটকেসটি উদ্ধার হয়েছে। অফিসের এক কর্মীই অশোক নগর থানায় খবর দেন”।
রাজস্থান সরকারের যোজনা ভবনের অফিস থেকে বিপুল অর্থ এবং সোনা উদ্ধার হওয়ার পর শনিবার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল দীনেশ এমএন এবং জয়পুরের সিপি আনন্দ শ্রীবাস্তব যৌথভাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান। পুলিশ কমিশনার আরও বলেন, “আজ বেসমেন্টের আলমারি থেকে ই-ফিলিং প্রজেক্টের কিছু ফাইল উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আরও দুটি আলমারির চাবি খুলে পাওয়ার পর সেগুলি আজ খোলা হয়েছে। এই ঘটনায় ৭ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে”।
তিনি আরও বলেন, “কার টাকা, কিভাবে এল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে”। তিনি জানান, আলমারিগুলি দীর্ঘদিন বন্ধ থাকলেও দু-তিন বছরের বেশি নয়। কারণ যে টাকা উদ্ধার হয়েছে, সেগুলি নোটবন্দির পরবর্তীকালের ৫০০ ও ২০০০ টাকার নোট।
এই নিয়ে তোপ রাজস্থানের কংগ্রেস সরকারকে তোপ দাগতে ছাড়ে নি বিরোধীরা। বিরোধী বিজেপি দলনেতা রাজেন্দ্র রাঠোর কংগ্রেস সরকারকে তোপ দেগে টুইটারে লেখেন, “রাজস্থানের সচিবালয়, যেখানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বসেন এবং যেখান থেকে সরকার চালান, সেখান থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার হয়েছে। এটাই প্রমাণ করে যে, গেহলট সরকার দুর্নীতির রক্ষকের ভূমিকায় রয়েছে”।