জ্যোতিষশাস্ত্র

৩০ বছর পর মহাশিবরাত্রিতে রয়েছে দুর্লভ যোগ, এই নিয়মগুলি মেনে নিষ্ঠাভরে মহাদেবের আরাধনা করুন, দূর হবে সমস্ত দুঃখ-কষ্ট

হিন্দুশাস্ত্র মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই বছর আগামী ১৮ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। এই বছর মহাশিবরাত্রিতে অত্যন্ত দুর্লভ শুভ যোগ রয়েছে। জানা যাচ্ছে, প্রায় ৩০ বছর পর এত শুভ যোগে পালিত হবে মহাশিবরাত্রি। মনে করা হয়, মহাশিবরাত্রিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেব ও পার্বতী। এই কারণে এদিন শিব ও পার্বতীর একসঙ্গে পুজো করা হয়ে থাকে।

মহাশিবরাত্রি শিবের উপাসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বলা হয়, এদিন ভক্তি ও নিষ্ঠা ভরে যদি মহাদেবের আরাধনা করা হয়, তাহলে মহাদেব জীবনের সমস্ত দুঃখ, কষ্ট দূর করেন। এই নিয়মগুলি মেনে মহাশিবরাত্রি পালন করুন-

উপবাস রাখুন

মহাশিবরাত্রিতে উপবাস রাখা অত্যন্ত শুভ। এদিন ভক্তিভরে উপবাস রাখলে বিশেষ ফল পাওয়া যায়। এদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। তারপর মহাদেবের আরাধনা করে তাঁর সামনে এদিন উপবাস পালন করার ব্রত নিন।

মহাশিবরাত্রিতে এই ফুল দিয়ে পুজো করুন

মহাশিবরাত্রিতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ। এদিন এমন ফুল দিয়ে মহাদেবের আরাধনা করুন, যা তাঁর প্রিয়। এর ফলে সহজেই প্রীত হবেন তিনি। এদিন অক্ষত, চন্দন, গঙ্গাজল, ধুতুরা, বেলপাতা ও দই দিয়ে শিবের পুজো করুন। লাল রঙের ফুল দিয়ে মহাদেবের পুজো করা শুভ বলে মনে করা হয়। তাই মহাদেবকে তাঁর প্রিয় আকন্দ ফুলের পাশাপাশি লাল রঙের ফুল দিয়ে আরাধনা করলে মহাদেব অত্য়ন্ত প্রীত হবেন আপনার প্রতি।

শিবলিঙ্গ পুজো

মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের অভিষেক করা হয়ে থাকে। এদিন শিবলিঙ্গের অভিষেক করলে সব সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব।

মহাশিবরাত্রিতে এই রঙের পোশাক পরুন

জ্যোতিষ অনুসারে মহাশিবরাত্রিতে মহাদেবকে প্রসন্ন করার জন্য সবুজ বা সাদা রঙের পোশাক পরুন। এদিন সবুজ ও সাদা রং শুভ বলে মনে করা হয়। সবুজ রং তারুণ্য ও সাদা রং শান্তি ও শুদ্ধতার প্রতীক। আপনার যদি এই দুই রঙেরই কোনও পোশাক না থাকে, তাহলে পরিষ্কার কাচা কাপড় পরুন। তবে এদিন কালো ও নীল রঙে পোশাক পরবেন না।

Back to top button
%d bloggers like this: