দেশ

‘আমি এমন একটা রাজ্য থেকে আসি যেখানে শৌচালয়ের টাকাও আত্মসাৎ করা হয়’, লোকসভায় আক্ষেপ প্রকাশ দিলীপের

বর্তমানে নানান দুর্নীতি (corruption) নিয়ে উত্তাল রাজ্য। এই নিয়ে শাসক-বিরোধী দ্বন্দ্ব লেগেই রয়েছে। বিরোধীরা নানাভাবে আক্রমণ করে শাসক দলকে। এর মধ্যে অন্যতম বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবারও ফের একবার ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

রাজ্যের দুর্নীতি নিয়ে লোকসভায় সরব হলেন দিলীপ ঘোষ। এই নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করান তিনি। বলেন, “আমি এমন একটা রাজ্য থেকে আসি যেখানে শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলে”।

সংসদে গতকাল, মঙ্গলবার মেদিনীপুরের সাংসদ বলেন, “আমার ভাগ্যই খারাপ আমি বাংলা থেকে এসেছি। কারণ সেখানে যে সরকার রয়েছে তারা সড়ক যোজনার টাকা আত্মসাৎ হয়েছে। নারেগার টাকা লুট হয়। আবাস যোজনার টাকায় দুর্নীতি হয়। এমকী শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়”।

এখানেই শেষ নয়, লোকসভায় রাজ্যের স্বাস্থ্য ব্যবসার বেহাল দশা নিয়েও অভিযোগ করেন দিলীপ। তাঁর কথায়, “বাংলার হাসপাতালে চিকিৎসকদের পাওয়া যায় না। চিকিৎসার জন্য ওড়িশা-মুম্বই-ভেলোর যেতে হয়। অথচ এখানে কোনও সুবিধা নেই। আর সব থেকে বড় দুর্নীতি হয়েছে শিক্ষা-ব্যবস্থায়। যেসকল ছেলে-মেয়েরা এসএসসি পাশ করেছেন তাঁরা এখন ধর্নায় বসে আসেন রাস্তায়। ওদের চাকরি চাই অথচ ওদের চাকরি নেই”।

বলে রাখি, গত ৩১শে জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত তা চলবে। এদিকে, আদানি ইস্যু নিয়ে লোকসভায় একযোগে বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। আগামী সোমবার এসবিআই ও এলআইসি অফিসের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এই নিয়ে গান্ধী মূর্তির পাদদেশেও বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। এই বিক্ষোভে যোগ দিতে তৃণমূলকেও আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস।

Back to top button
%d bloggers like this: