জ্যোতিষশাস্ত্র
শনিবার আপনার সঙ্গে এই ঘটনাগুলি ঘটছে? তাহলে জানবেন আপনার কাজে বেশ তুষ্ট হয়েছেন শনিদেব

শাস্ত্র মতে, প্রতিদিন এক একজন ঈশ্বরের দিন হিসেবে গণিত হয়। যেমন সোমবার শিবের, মঙ্গলবার বজরংবলীর, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। তেমনই শনিবার উৎসর্গ করা হয় শনিদেবের নামে। শনিদেবকে কৃষ্ণের অবতার বলে মনে করা হয়।
শনি এমন এক দেবতা যাকে দুর্ভাগ্যের অশুভ বাহক বলা হয়। শনিবার শনিদেবের বিশেষ পুজো করা হয়। যেসমস্ত ভক্তরা শনিদেবকে খুশি করতে পারেন, তাদের শনিদেব বিশেষ আশীর্বাদ করেন। কিন্তু কীভাবে বুঝবেন শনিদেব আদৌ আপনার প্রতি তুষ্ট কী না।
এখানে এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করা রয়েছে, যা আপনার জীবনে ঘটলে আপনি সহজেই বুঝে যাবেন যে শনিদেব সন্তুষ্ট হয়েছেন কী না। দেখে নিন সেই লক্ষণগুলি কী কী-
- শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত ভক্তদের বিশ্বাস, শনিদেব তাঁদের জীবনের প্রতিটি অসুবিধা, সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি দেন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের খুশির অন্যতম লক্ষণ হল শনিবার সকালে যদি ভিক্ষুককে দেখতে পান।
- শনিবার যদি একটি কালো কাক এসে আপনার আঙ্গিনায় বা আপনার বাড়ির জানালায় বসে থাকে, তবে তা খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে শনিদেব তুষ্ট হলে এমন লক্ষণ দেখা যায়।
- শনিদেবকে খুশি করে এমন কাজে শনিবার কালো কুকুরকে খাওয়ানো ভালো বলে মনে করা হয়। এই দিনে কুকুর দেখলে এটি একটি শুভ লক্ষণ হতে পারে।
- একজন ঝাড়ুদারকে ঝাড়ু দিতে দেখাও শুভ বলে মনে করা হয়। এটি একটি পুরনো বিশ্বাস যা শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিদের সম্পর্কে বিশ্বাস করা হয়।