সিংহ রাশিতে গমন সূর্যের, প্রতিকূলতা বাড়বে ৪ রাশির, জর্জরিত হতে হবে একাধিক সমস্যায়

পুরো এক বছর পর আগামী ১৭ই অগাস্ট স্বরাশি সিংহে প্রবেশ করবে সূর্য। এই সময়ে সিংহ রাশিতে বিরাজ করবে মঙ্গল ও বুধ। এমন পরিস্থিতিতে সিংহ রাশিতে সূর্য এলে মঙ্গল, বুধ ও সূর্যের যুতি তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও মঙ্গলকে উগ্র গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। স্বরাশিতে মঙ্গলের সঙ্গে যুতি করার ফলে সূর্যের উগ্রতা বৃদ্ধি পাবে। এর প্রভাবে ১ মাস কোও না কোনও অপ্রিয় ঘটনা ঘটতে থাকবে। সূর্যের সিংহ রাশিতে প্রবেশের ফলে একাধিক রাশির জীবনে প্রতিকূল প্রভাব দেখা যাবে।
জেনে নেওয়া যাক, সূর্যের সিংহে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকাদের সমস্যা বাড়বে-
কন্যা রাশি
সূর্য এই রাশির দ্বাদশ স্থানে গোচর করবে। এটি লোকসানের স্থান। তাই আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। সঞ্চিত অর্থ ব্যয় করবেন না। লেনদেনের সময়ে এমন ব্যক্তিকে নিজের সঙ্গে রাখুন, যারা সবসময় আপনার ভালো চেয়েছে। স্বাস্থ্যে ওঠা-পড়া দেখা দিতে পারে। এমন সময়ে পেট ঠান্ডা করে এমন খাবার খান। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতক-জাতিকারা নিজের যোগাযোগ স্কিলকে আরও পারদর্শী করে তোলার চেষ্টা করুন। সূর্যের উপাসনা করলে সুফল পাবেন।
বৃষ রাশি
সূর্যের সিংহ রাশিতে প্রবেশের পর বৃষ রাশির জাতক-জাতিকাদের নিজের পারিবারিক জীবনে সতর্ক থাকতে হবে। আবেগতাড়িত হয়ে এমন কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যাতে পরিবারের ভালো হবে না। পাশাপাশি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে এই রাশির জাতকদের। এই রাশির যে জাতক-জাতিকারা জমি-সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি খুব ভালো থাকবে। আপনারা ওম ঘৃণিঃ সূর্যায় নমঃ মন্ত্রের জপ করলে লাভান্বিত হতে পারবেন।
মীন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের রাশি পরিবর্তনের পর মীন রাশির জাতক-জাতিকাদের নিজের সিদ্ধান্ত সম্পর্কে সতর্ক হতে হবে। তবে এ সময়ে আপনার নেওয়া সিদ্ধান্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারও শোনা কথায় বিশ্বাস করে বসবেন না। মামাবাড়ির কোনও আত্মীয়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করছেন যারা, তাদের একাগ্রতা কমতে পারে। সূর্যের রাশি পরিবর্তনের সময়ে আপনারা যোগ-ধ্যান করলে লাভান্বিত হবেন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা উন্নত হবে।
মকর রাশি
সূর্যের রাশি পরিবর্তনের পর মকর রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য প্রভাবিত হবে। অসুস্থ হতে পারেন। তাই সতর্ক হন। খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন নিন। বিশেষত পঞ্চাষোর্ধ্ব মকর জাতক-জাতিকারা এ সময়ে নিজের বিশেষ যত্ন নেবেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার বিশ্বাস ভাঙতে পারেন। এর ফলে আপনার মনঃক্ষুণ্ণ হবে। বিবাহিত জাতক-জাতিকারা শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। এ সময়ে আদিত্যহৃদয় স্তোত্র পাঠ করলে সুফল পাবেন। জীবনের একাধিক সমস্যা দূর হবে।