জ্যোতিষশাস্ত্র

কর্কটে গোচর শুক্রের, ঘোর বিপদ নামছে ৩ রাশির, জীবনে আসবে বড় সমস্যা, গোটা জুন মাস কাটবে দুশ্চিন্তায়

মে মাসের শেষের দিকেই রাশি পরিবর্তন করবে শুক্র। ৩০ মে চন্দ্রের রাশি কর্কটে শুক্রের গোচর হবে। তারপর থেকে ৭ জুলাই পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে সুখ- সৌভাগ্যের কারক গ্রহ শুক্র। শুক্রের এই গোচর সমস্ত রাশির জীবন প্রভাবিত করবে। কোনও কোনও রাশি শুভ ফল পাবে। আবার কোনও কোনও রাশির জীবনে সমস্যা বাড়বে। জ্যোতিষ অনুযায়ী শুক্রের রাশি পরিবর্তনের ফলে ৪ রাশির জীবনে দুর্ভোগ বাড়বে। জুন মাস জুড়ে দুশ্চিন্তায় কাটবে এই রাশির জাতক-জাতিকাদের সময়। 

জেনে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী

সিংহ রাশি

এই রাশির দ্বাদশ স্থানে শুক্রের সঞ্চার হবে। এর প্রভাবে জলের মতো টাকা খরচ করবেন এই রাশির জাতক-জাতিকারা। লোক দেখানোর তাগিদে প্রচুর অর্থ ব্যয় করে বসবেন আপনারা। এ সময়ে সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে আলস্য প্রবল ভাবে দেখা দেবে। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহকর্মীদের থেকে সতর্ক থাকুন। তাঁদের সঙ্গে অধিক মেলামেশা করবেন না এবং তাঁদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। এই মাসে আপনাদের স্বাস্থ্যও দুর্বল হবে। সর্দি-কাশি, চোখের সমস্যা দেখা দিতে পারে।

বৃষ রাশি

কর্কটে শুক্র প্রবেশ করার পর বৃষ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। এ সময়ে নিজের বন্ধুদের থেকে সাবধানে থাকুন। বন্ধুদের কারণে সমস্যায় জড়াতে পারেন। প্রেম জীবনে ধৈর্য ধরুন ও সহজ ভাবে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এই মাসে প্রেম জীবনে ওঠা-পড়া দেখা দেবে। এ সময়ে কোনও বিষয়ে অতিউৎসাহী হয়ে পড়বেন না, তা না-হলে লোকসানের শিকার হতে পারেন। এ সময়ে নিজের শখ পূর্ণ করার জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন।

কুম্ভ রাশি

এই রাশির ষষ্ঠ স্থানে শুক্রের গোচর হবে। এ সময়ে বিরোধীদের থেকে নিরাপদে থাকতে হবে কুম্ভ রাশির জাতকদের। জ্যোতিষ গণনা অনুযায়ী আপনার বিরোধীরা প্রবল শক্তিশালী হয়ে উঠবে। তাঁরা আপনাকে চারদিক থেকে সমস্যায় ফেলবে। পাশাপাশি স্বাস্থ্য়ের দিক দিয়েও শুক্রের এই গোচর আপনাদের জন্য অনুকূল নয়। এ সময়ে তেজ মশলাযুক্ত খাবার খাবেন না। নতুন কাজ শুরুর চিন্তাভাবনা করে থাকলে তা আপাতত বাতিল করুন।

Back to top button
%d bloggers like this: