জ্যোতিষশাস্ত্র

জীবনে সাফল্য-উন্নতি চান? রোগজ্বালা থেকে মুক্তি চান? অবশ্যই জপ করুন হনুমান চালিশার এই মন্ত্রগুলি, বজায় থাকবে বজরংবলীর আশীর্বাদ

হনুমান চালিশা হল রামায়নের অন্যতম প্রধান চরিত্র হনুমান। আর সবচেয়ে জনপ্রিয় ভক্তিমূলক চালিশা। এই চালিশা অবধী ভাষায় লেখা হয়েছে৷ চল্লিশটি চৌপাই দ্বারা রচিত কবিতা৷ এটি রচনা করেছিলেন তুলসীদাস৷ এই চল্লিশটি চৌপাইয়ের রয়েছে সুপ্ত বেশ কিছু ক্ষমতা৷ তবে, বেশ কিছু প্রাচীন পন্ডিতদের মতে, এই চল্লিশটি চৌপাইয়ের মধ্যে পাঁচটি চৌপাইয়ের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা৷ এই মন্ত্রোচ্চারণে আপনার স্বাস্থ, সম্পত্তি এবং সমৃদ্ধি আরও ফুলে ফেঁপে উঠবে৷

শাস্ত্রে বলে হনুমান চালিশা সঙ্গে থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসী দাসের কোনও কষ্টই হয়নি। তাই তো বলা হয় জীবন থেকে কষ্টের চিহ্ন মেটাতে এই বইয়ের স্মরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন। শুধু তাই নয়, একথা প্রামাণিত হয়ে গেছে যে প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে যদি হনুমান চালিশা পাঠ করা যায়, তাহলে সব ধরনের কষ্ট কমে যেতে শুরু করে। সেই সঙ্গে মেলে আরও নানা উপকার।

কোন কোন সমস্যার জন্য হনুমান চালিশার কোন কোন মন্ত্রগুলি পাঠ করবেন?

পড়াশোনায় মন না বসলে

যদি পড়াশোনাতে মন বা বসে, তাহলে মনোযোগ ফেরাতে এই মন্ত্রটি জপ করুন

বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি

হরহু কলেস বিকার

জীবনে সাফল্য পেতে

কর্মজীবনে উন্নতি সাফল্য পাওয়ার জন্য জপ করুন হনুমান চালিশার এই মন্ত্র

মীম রূপ ঘড়ি অসুর সংহারে

রামচন্দ্র কে কাজ সওয়ারে

রোগজ্বালা থেকে মুক্তি পেতে

যদি আপনি বা আপনার পরিবারের কেউ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, তাহলে জপ করুন এই মন্ত্র

নাসে রোগ হরে সব পীড়া

জপত নিরন্তর হনুমৎ বীরা

যদি কোনও প্রাণ সংকট হয়

প্রাণ সংকটের সময় অবশ্যই জপ করুন এই মন্ত্র

সংকট কাটে মিটে সব পীড়া

জো সুমিরে হনুমৎ বলবীরা

নিজের কোনও মনস্কামনা পূরণে

নিজের কোনও মনের ইচ্ছা পূরণ করতে চাইলে এই মন্ত্রটি জপ করুন

অউর মনোরথ জো কোই লাভে

সোই অমিত জীবন ফল পাবে

Back to top button
%d bloggers like this: