মকর সংক্রান্তিতে ঘটতে চলেছে তিন গ্রহের মহামিলন, ভাগ্য খুলবে এই ৫ রাশির, প্রবল ধনলাভের যোগ

আগামী ১৪ জানুয়ারি রাতে মকর রাশিতে প্রবেশ করবেন সূর্য। এই সময় মকর রাশিতে সূর্য, শনি ও শুক্র গ্রহ অবস্থান করবেন। অর্থাৎ মকর রাশিতে তিন গ্রহের মহামিলন হতে চলেছে। অর্থাৎ ওই তিন গ্রহ একই রাশিতে আসবে। এর ফলে আর্থিক দিক থেকে কয়েকটি রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। অর্থলাভের প্রবল যোগ তৈরি হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
মিথুন রাশির যে স্থানে সূর্য প্রবেশ করবেন, তা ওই রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল বলে বিবেচিত হবে। কর্মক্ষেত্রে ভালো সময় কাটবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। বাবার সহযোগিতায় অর্থলাভের পথ প্রশস্ত হবে। মানসিক চাপ কেটে যাবে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে।
বৃষ রাশি
মকর রাশির দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন সূর্য। তার ফলে বৃষ রাশির জাতক-জাতিকারা ইতিবাচক ফল পাবেন। কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে বিশেষভাবে উন্নতি হবে। আয় বৃদ্ধির যোগ তৈরি হতে চলেছে। জীবনসঙ্গীর সহায়তায় ধনলাভ হবে। কোথাও ঘুরতে যেতে পারেন। সাহস বাড়বে।
কর্কট রাশি
মকর সংক্রান্তিতে তিন গ্রহের যে মহামিলন হচ্ছে, তার ফলে কর্কট রাশির জাতক-জাতিকারা লাভবান হতে চলেছেন। চাকরি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির জাতকরা কোনও সুখবর পাবেন। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। যে কর্কট রাশির জাতক-জাতিকারা অবিবাহিত, তাঁরা বিয়ের প্রস্তাব পাবেন।
মকর রাশি
মকর রাশিতে সূর্য প্রবেশ করবেন। ওই রাশিতেই তিন গ্রহের মহামিলন হতে চলেছে। তার ফলে মকর রাশির জাতক-জাতিকাদের উন্নতির পথ পথ প্রশস্ত হবে। আর্থিক দিক থেকে বড় সুযোগ মিলবে। শরীর ভালো থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে।
বৃশ্চিক রাশি
তিন গ্রহের মহামিলনের ফলে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্য চমকাবে। কেরিয়ারে ভালো সুযোগ মিলবে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। বিনিয়োগ করলে লাভবান হবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। কথাবার্তার ক্ষেত্রে সংযম আরও বাড়বে।