২ দিন পরই হবে ধনসম্পদ গ্রহের কৃপা বর্ষণ, ভাগ্য বদলাবে এই রাশিগুলির, তৈরি হবে আয়ের নয়া উৎস

নতুন মাসের শুরুতেই রাশি পরিবর্তন করছেন বড় একটি গ্রহ। আগামী ২ মে শুক্রের গোচর হচ্ছে মিথুন রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেদিন দুপুর ১ টা ৪৯ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবেন শুক্র। সেখানে আগামী ৩০ মে পর্যন্ত থাকবেন। যে গ্রহকে ধন-সম্পদের গ্র
হ হিসেবে বিবেচনা করা হয়।
এই রাশি পরিবর্তনের ফলে ভাগ্য পাল্টে যাবে চার রাশির। সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
সিংহ রাশি
সিংহ রাশির যে স্থানে শুক্রের গোচর হবে, তাতে ওই রাশির জাতক-জাতিকাদের অনুকূল সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাকরিতে সিনিয়রদের প্রশংসা জুটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মিলবে সাফল্য। প্রেমজীবন সুখকর হবে। মাধুর্য বাড়বে প্রেমজীবনে। সাংসারিক জীবনেও আসবে শান্তি।
মিথুন রাশি
মিথুন রাশিতেই শুক্রের গোচর হতে চলেছে। তাই মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর শুক্রদেবের আশীর্বাদ থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পরিবারের থেকে কোনও শুভ খবর পেতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ তৈরি হবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে বড় কোনও সুখবর পেতে পারেন।
তুলা রাশি
শুক্রের গোচরের ফলে তুলা রাশির জাতক-জাতিকারা অর্থলাভ করবেন। ধনলাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পৈতৃক সম্পত্তি থেকে আয় হতে পারে। দীর্ঘদিন ধরে যে অর্থ আটকে ছিল, তা ফেরতে পেতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে তুলা রাশির জাতকদের।
মেষ রাশি
মিথুন রাশিতে শুক্রের গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। প্রেমজীবনে মাধুর্য বাড়বে। আয়ের নয়া উৎস তৈরি হবে। স্বভাবতই আয় বৃদ্ধি পাবে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে মেষ রাশির জাতকদের। ব্যবসার জন্য এই সময়টা অত্যন্ত ভালো কাটবে।