জ্যোতিষশাস্ত্র

মকর সংক্রান্তিতেই ভাগ্যের চাবিকাঠি খুলছে এই ৪ রাশির, চাকরি ও ব্যবসায় প্রভূত উন্নতি, হবে টাকার বৃষ্টি

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আর কিছুদিন পরই রয়েছে মকর সংক্রান্তি। গণনা অনুযায়ী, ১৪ই জানুয়ারি সংক্রান্তির যোগ পড়ে গেলেও, দেশ জুড়ে মকর সংক্রান্তি পালিত হবে ১৫ জানুয়ারি। এদিকে আবার মকর সংক্রান্তির সময়কালে একাধিক গ্রহের গোচর রয়েছে।

মকর সংক্রান্তির ঠিক আগে আগামী ১৩ জানুয়ারি মঙ্গল বৃষ রাশিতে মার্গী হবে, আর বুধ মার্গী হবে ধনু রাশিতে। মঙ্গলের মার্গী ও বুধের ধনু রাশিতে উদয় হওয়ার ফলে তার সুপ্রভাব পড়তে শুরু করবে একাধিক রাশিতে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

ব্যবসা কলেবরে বাড়তে পারে। ভাইদের সহযোগ পাবেন, তবে পরিশ্রম বাড়তে পারে। বাড়িতে হবে মাঙ্গলিক কাজ। পাবেন বস্ত্রের উপহার। চাকরিতে হতে পারে স্থানবদল। ব্যবসায়ে লাভের যোগ হবে। মায়ের সান্নিধ্য পাবেন। গাড়ি কিনতে হবে। চাকরিতে অফিসারদের সহযোগ পাবেন।

মেষ রাশি

ভেবে চিন্তা করে করে বলুন। সব কাজেই থাকবে আপনার উৎসাহ। ধর্মকর্মের প্রতি উৎসাহ বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। মায়ের তরফে কোনও সম্পত্তি বা অর্থ পেতে পারেন। বাড়িতে কোনও পুরনো বন্ধু আসতে পারেন। বুদ্ধিদীপ্ত কাজ দিয়ে বাড়বে রোজগার। চাকরিতে স্থানবদলের যোগ রয়েছে।

তুলা রাশি

শিক্ষার প্রতি বাড়বে আগ্রহ। চাকরিতে একটি পরিবর্তনের যোগ রয়েছে। কোনও দূরের জায়গায় যেতে পারেন। ধার্মিক কাজে অংশ নিতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সময় অতিবাহিত করতে পারেন। দাম্পত্য সুখ বাড়তে পারে এই সময়।

কর্কট রাশি

আত্মবিশ্বাস হু হু করে বাড়তে থাকবে। তবে আত্মসংযত থাকুন। ঘর ও পরিবারে পাবেন সুখ বৃদ্ধি। কর্মস্থলে বাড়বি পরিশ্রম। হবে স্থান বদল। আপনার মায়ের সমর্থন সব কাজে পাবেন। লাভ বাড়তে পারে বিভিন্নভাবে। চাকরিতে অফিসারদের সহযোগিতা পাবেন।

Back to top button
%d bloggers like this: