মে মাসেই তৈরি হচ্ছে অতিশুভ লক্ষ্মীনারায়ণ যোগ, ধনসম্পদ-সুখে ভরে উঠবে ৩ রাশির জীবন, হবে ব্যাপক লাভ

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র ও বুধকে শুভ গ্রহের শ্রেণিতে রাখা হয়েছে। এই দুই গ্রহের মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে। এর ফলে কোনও রাশিতে বুধ ও শুক্রের যুতি হলে তা জাতক-জাতিকার জীবনে শুভ প্রভাব বিস্তার করে। আবার এই দুই গ্রহ মিলে অতিশুভ একটি যোগ তৈরি করে থাকে। যে জাতক-জাতিকার কোষ্ঠীতে এই যোগ তৈরি হয়, তারা ধন, সম্পদ ও সুখে পরিপূর্ণ হয়ে জীবনযাপন করেন। শাস্ত্র অনুযায়ী, বুধ ও শুক্র মিলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে। মে মাসেই এই যোগ তৈরি হতে চলেছে। যার ফলে ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোন্নতি হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কন্যা রাশি
জ্যোতিষ বলছে যে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ লাভজনক প্রমাণিত হবে। আপনাদের গোচর কোষ্ঠীর দশম স্থানে তৈরি হতে তলা এই রাজযোগের প্রভাবে চাকরি ও কর্মক্ষেত্রে সুফল পাবেন। এ সময়ে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পাশাপাশি পদোন্নতি ও বেতনবৃদ্ধির যোগ রয়েছে। অন্যদিকে, কন্যা রাশির ব্যবসায়ীদের জন্যও সময় অনুকূল। নতুন অর্ডার পেতে পারেন। যা আপনার ধন লাভের পথ প্রশস্ত করবে। পৈতৃক সম্পত্তি লাভ করতে পারবেন এই রাশির জাতক-জাতিকা।
মিথুন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ লাভপ্রদ প্রমাণিত হবে। এ সময়ে আপনাদের ব্যক্তিত্ব উন্নত হবে। পাশাপাশি এই রাশির ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি করবে। এ সময়ে নিজের ওপর অধিক অর্থ ব্যয় করবেন এই রাশির জাতক-জাতিকারা। আবার কোনও পরিকল্পনায় সাফল্য লাভ করতে পারেন। প্রেম জীবনের জন্যও এই সময়টি অত্যন্ত ভালো। অংশীদারীত্বে ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে, তা-ও এ সময়ে করতে পারেন মিথুন রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ অত্যন্ত অনুকূল প্রমাণিত হবে। আপনার রাশির ধন স্থানে তৈরি হওয়া এই যোগের প্রভাবে আকস্মিক ধন লাভ করবেন বৃষ রাশির জাতকরা। আবার বৃষ রাশির ব্যবসায়ীদের জন্যও সময় খুব ভালো। মুনাফা অর্জন করতে পারেন তাঁরা। অন্যদিকে, ছোটখাটো যাত্রার মাধ্যমে লাভান্বিত হবেন। এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ব্যবসায়ীরা এ সময়ে প্রয়োজনে অর্থ ঋণ পেতে পারেন। চাকরিজীবী বৃষ জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে আধিকারিকদের সঙ্গ লাভ করবেন। আপনার ওপর কোনও নতুন দায়িত্ব এসে পড়তে পারে।