জ্যোতিষশাস্ত্র

বুধের গোচরে হবে ভাগ্যোদয়, ২ দিন পরই আকস্মিক অর্থলাভ হবে ৪ রাশির, মিলবে অগাধ সম্মান

আগামী বুধবার অর্থাৎ ৭ জুন রাশি পরিবর্তন করতে চলেছেন বুধদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেদিন বুধদেব মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন। বুধদেবকে গ্রহের রাজকুমার হিসেবে বিবেচনা করা হয়। বুধদেবের এই গোচরের ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হবে।

দেখে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-

মিথুন রাশি

বুধের গোচরের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা মজবুত হবে। লেনদেনের জন্য এটা অত্যন্ত ভালো সময়। বিনিয়োগ করলে লাভবান হবেন। চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি হচ্ছে। মান-সম্মান বাড়বে। কাজে সাফল্য মিলবে। 

মেষ রাশি

বুধের রাশি পরিবর্তনের ফলে অর্থলাভ হবে মেষ রাশির জাতক-জাতিকাদের। আয়ের নয়া উৎস তৈরি হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আপনি যে কাজ করবেন, তাতে প্রশংসা জুটবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। বিবাহিত জীবন সুখকর হবে। আত্মবিশ্বাস বাড়বে। 

মকর রাশি

বুধের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হবে। অর্থলাভ হবে ধনু রাশির জাতকদের। বিনিয়োগ করলে লাভবান হবেন। সমাজে মান-সম্মান বাড়বে। কাজের জন্য শ্রদ্ধা আদায় করে নেবেন মকর রাশির জাতক-জাতিকারা।

বৃশ্চিক রাশি

বুধের রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক সমস্যা কেটে যাবে। চাকরি এবং ব্যবসার জন্য এটা ভালো সময় বলে বিবেচিত হবে। আপনি যে কাজ করবেন, সেজন্য প্রশংসার কোনও খামতি হবে না। দাম্পত্য জীবন সুখকর হবে। বাড়বে মাধুর্য।

Back to top button
%d bloggers like this: