নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘কালীঘাটের কাকু’র মামলার চার্জশিটে অভিষেকের নাম, এবার কী ধরা পড়বে মূল মাথারা?

নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের চার্জশিট পেশ করেছে ইডি। সূত্রের খবর, এই চার্জশিটের ৭৫ নম্বর পাতায় নাম রয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একথা জানাজানি হওয়ার পরই রাজনৈতিক মহলে বেশ হইচই পড়ে গিয়েছে।
সূত্রের খবর, এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। একসময় অভিষেকের সমস্ত ফাইনান্সিয়াল ম্যাটার দেখাশোনা করতেন তিনি। সূত্রের খবর, এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে এই সুজয়কৃষ্ণ ভদ্রই অভিষেকের বার্তা মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিতেন।
আর কী কী উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে?
তবে এই চার্জশিটে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে অভিযুক্ত বা সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়নি বলেই জানা গিয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যে অভিষেকের যোগাযোগ ছিল বা সম্পর্ক ছিল, সেটা বোঝানোর জন্যই উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি মানিকের যে প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে চার্জশিটে, সেখানেও কী বার্তা সুজয় পৌঁছে দিতেন তাও সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে মামলায় দেওয়া এই প্রথম চার্জশিটে স্পষ্ট করে উল্লেখ করা নেই বলেই জানা যাচ্ছে।
বলে রাখি, অতীতে সুজয়কৃষ্ণ ভদ্র নিজের জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তিনি বলেছিলেন, “আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ওনার অফিসে চাকরি করি। আমার সাহেবকে ছোঁয়ার ক্ষমতা কারও নেই”। তিনি যখন একথা বলেছিলেন তখন অবশ্য তিনি গ্রেফতার হন নি। পরবর্তীতে ইডি গ্রেফতার করে তাঁকে। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হল।