জ্যোতিষশাস্ত্র

আজ কৌশিকী অমাবস্যা, এদিন দেবী কৌশিকীর বিশেষ আশীর্বাদ বজায় থাকবে ৪ রাশির উপর, মিলবে অপার সাফল্য

আজ কৌশিকী অমাবস্যা। এদিন সকাল থেকেই তারাপীঠে উপচে পড়ছে ভক্তদের ঢল। দশমহাবিদ্যার অন্যতম আদ্যাশক্তির পুজো করেন যারা, সেই সাধকদের জন্য এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। অন্য অমাবস্যা তিথির তুলনায় কৌশিকী অমাবস্যার একটা আলাদা গুরুত্ব রয়েছে। পুরাণ অনুযায়ী, এই দিনেই শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন পার্বতীর শরীরের কোষ থেকে জন্ম নেওয়া দেবী কৌশিকী। এই দিনেই তাঁর তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা।

জ্যোতিষ গণনা অনুযায়ী, এই বছর কৌশিকী অমাবস্যায় দেবী আদ্যাশক্তির আশীর্বাদ থাকবে চার রাশির জাতক-জাতিকাদের উপর। দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী যাদের উপর দেবী কৌশিকীর কৃপাদৃষ্টি বজায় থাকবে-

মীন রাশি

আজ কৌশিকী অমাবস্যা থেকেই ভাগ্য বদলাবে মীন রাশির জাতক-জাতিকাদের। কোনও উত্‍স্য থেকে অর্থপ্রাপ্তি হতে পারে তাদের। কাজের চাপ অনেকটাই কম থাকবে এদের। পরিবারের সঙ্গে সুখে সময় কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। পুরনো কোনও অসুখ থেকে মিলতে পারে মুক্তি।

ধনু রাশি

কৌশিকী দেবীর আশীর্বাদে আজ সব কাজেই সাফল্য মিলবে ধনু রাশির জাতক-জাতিকারা। আটকে থাকা টাকা সম্পন্ন হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ আছে। অফিসের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর আজ কৃপাদৃষ্টি থাকবে দেনি কৌশিকীর। আজ যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন সিংহ রাশির জাতকরা। ব্যবসায় লাভ হবে। সংসারে সুখ বাড়বে। চাকরিতে উন্নতি করার যোগ আছে সিংহের জাতকদের সামনে। স্বাস্থ্যও আগের থেকে ভালো হবে।

তুলা রাশি

এদিন জীবনে সুখ শান্তি বাড়বে তুলা রাশির জাতক-জাতিকাদের। দেবীর কৃপায় কোনও শুভ খবর পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভালো ফল লাভ পাবেন। তুলা রাশির জাতক-জাতিকাদের কাজে মনোযোগ বাড়বে। ব্যবসায় লাভ বাড়বে। আর্থিক দিক থেকেও এদিন লাভবান হবেন এরা।

Back to top button
%d bloggers like this: