রাজ্যের সর্বত্র দুর্নীতি! খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, পুলিশের জালে ২ যুবক

খাদ্য দফতরে দুর্নীতি। এই বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা। এই ঘটনায় ২ যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে, তার খোঁজ চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এই ধৃত দুই যুবকের নাম সোহাগ বিশ্বাস ও ঋত্বিক পাল। সোহাগের বাড়ি ব্যারাকপুরে আর ঋত্বিক মুর্শিদাবাদের বাসিন্দা। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বেকার যুবকদের খাদ্য দফতরে চাকরি দেওয়ার টোপ দিত অভিযুক্তরা। চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে ৩ লক্ষ টাকা করে দাবী করত তারা।
জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার এক যুবক যোগাযোগ করেন এই প্রতারকদের সঙ্গে। তাদের দাবী মতোই প্রথমে ১০ হাজার দেন ওই যুবক। প্রতিশ্রুতি মতো আবার ওই যুবককে নিয়োগপত্রও দেন ওই প্রতারকরা। কিন্তু সেই নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে গেলেই আসল সত্যি সামনে আসে।
প্রতারিত যুবক জানতে পারেন যে ওই নিয়োগপত্র আসলে ভুয়ো। পুলিশের দ্বারস্থ হন তিনি। ধৃতদের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের থেকে ৯টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কে কে যুক্ত রয়েছে, তা তদন্ত করছে পুলিশ।