২০২৩ সালে মালামাল হতে চলেছে এই ৫ রাশি, গোটা বছর বজায় থাকবে শনিদেবের আশীর্বাদ, কেটে যাবে সমস্ত বিপত্তি

২০২৩ সাল একাধিক রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে। নতুন বছরের প্রথম মাসেই শনিদেব রাশি বদল করবে৷ আগামী বছরের ১৭ই জানুয়ারি গ্রহরাজ শনিদেব প্রবেশ করবে কুম্ভ রাশিতে। এর ফলে ৫ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত ভালো সময় কাটবে ৷ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাবে গ্রহরাজ শনিদেব৷ চাকরি অর্থের জন্য অত্যন্ত পরিপূরক সময়৷ কর্মজীবনে উন্নতি হবে, ব্যবসাতে চুটিয়ে সাফল্য পাবেন।
দেখে নেওয়া যাক শনিদেবের এই গ্রহ পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর সুপ্রভাব পড়তে চলেছে-
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকারা ভাল থাকবেন, বৃশ্চিক রাশির দশম ঘরে বসে আছেন শনিদেব ৷ গ্রহরাজের আশীর্বাদ সারা বছরেই থাকবে জাতক-জাতিকাদের উপরে ৷ পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। ভাল বা নতুন চাকরির জন্য বিশেষ অফার পাবেন ৷ বাড়িতে শান্তি, সুখ ও সমৃদ্ধি বাড়বে ৷ যাঁদের বিয়ে হয়নি তাঁদের বিয়ের সম্ভাবনা হতে চলেছে ৷ চাকরি জীবনে বিরাট সুযোগ আসছে।
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনি গোচর বিরাট খবর নিয়ে আসতে চলেছে ৷ সাড়ে সাচি থেকে মুক্তি পাবেন ৷ অর্থনৈতিক অগ্রগতি হতে থাকবে ৷ চাকরি বা ব্যবসায় প্রবল উন্নতি আসতে চলেছে ৷ অর্থলাভ হবে কর্মক্ষেত্রে উন্নতি ব্যাপক ভাবে আসবে।
মিথুন রাশি
শনিদেবের কুম্ভ রাশিতে প্রবেশের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুখের হবে ৷ ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হতে পারে। ব্যবসার ব্যাপ্তি আরও হবে ৷ অংশীদারিত্ব কারবার বাড়বে ৷ পরিবারের লোকেরা থাকবেন পাশে ৷ বসের প্রশংসা পাবেন ৷ কাজে মনোনিবেশ করতে পারবেন অতি সহজেই ৷ শনির ঢাইয়া থেকে অতি সহজেই মুক্তি পেতে পারেন। কাটবে বাধা বিপত্তি কাটবে ৷ ঝামেলা অতি সহজেই দূর হবে ৷ মানসিক চাপল থেকে মুক্তি পাবেন অতি সহজেই।
তুলা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য বড় খবর কুম্ভ রাশিতে শনি প্রবেশ করলেই কাটবে ঢাইয়া ৷ দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে কাজ ৷ মানসিক সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হবে, কাটবে সমস্ত বাধা বিপত্তি।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকারা ভাল সময় কাটাবেন ৷ মকর রাশির দ্বিতীয় ঘরে রয়েছেন শনিদেব ৷ সামাজিক ভাবে ভাবমূর্তি ভাল থাকবে ৷ সামাজিক ভাবমূর্তি ভাল থাকবে ৷ বাড়তে পারে মান সম্মান, প্রচুর চ্যালেঞ্জ উপস্থিত হবে সামনে। বিনিয়োগে লাভ বা আর্থিক লাভ পাবেন অতি সহজেই ৷ কর্মক্ষেত্রে ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হবে ৷ সারা বছর জমিয়ে থাকবেন।