রাজ্য

লাইনেই দাঁড়িয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পৃথক উত্তরবঙ্গের দাবী জানিয়ে রেল রোকো কর্মসূচি, বিক্ষোভ কামতাপুর পিপলস পার্টির

পৃথক রাজ্যের দাবীতে ফের উত্তরবঙ্গে উত্তেজনা। কামতাপুর পিপলস পার্টি শুরু করল রেল রোকো কর্মসূচি। আজ, মঙ্গলবার দাঁড়িয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়েছে মালগাড়িও। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা বেশ অসুবিধায় পড়েছেন। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, আজ, মঙ্গলবার কেপিপির আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে মালগাড়ি আটকে পড়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে ‘রেল রোকো’ কর্মসূচি নিয়ে সকাল থেকেই ভিড় জমিয়েছেন আন্দোলনকারীরা।

লাইনের উপরেই দাঁড়িয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে স্টেশনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

কেপিপি-র এই আন্দোলনের কারণে নানান স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ি দাঁড়িয়ে পড়েছে। সকাল থেকে ট্রেন চলাচলে এমন বিঘ্ন ঘটায় যাত্রীরা বেশ সমস্যার মুখে পড়েছেন। স্টেশনে এসেও ঘুরে চলে যাচ্ছেন সকলে। অনেকে বাস ধরে যাচ্ছেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবীতে এর আগেও আন্দোলন করেছে কামতাপুর পিপলস পার্টি। কখনও তা রক্তক্ষয়ী আন্দোলনে পর্যবসিত হয়েছে। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এই সময়ে আবার কেপিপি আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে।

Back to top button
%d