দেশ

গুজরাতে গেরুয়া ঝড়েই উড়বে বাকিরা, মোদীর রাজ্যে অনেকটা এগিয়ে বিজেপিই, দ্বিতীয় স্থানে জন্য প্রাণপণ লড়াই কংগ্রেসের

গুজরাতে যে গেরুয়া ঝড়ই আস্তী চলেছে তা বুঝতে আর কারোর বাকি নেই। দ্বিতীয় স্থানে জায়গা করে নিতে পারে কংগ্রেস। আশা জাগালেও গুজরাতে তৃতীয় স্থান পেতে পারে আম আদমি পার্টি। আজ, সোমবার বুথ ফেরত সমীক্ষা এমনটাই বলছে। তবে বুথ ফেরত সমীক্ষাই চূড়ান্ত নয়। অনেকবার এমন হয়েছে যে বুথ ফেরত সমীক্ষার ফলের উল্টোই হয়েছে ফলাফল।

গত ১ ডিসেম্বর প্রথম দফার ভোট হয় গুজরাত বিধানসভায়। আজ, সোমবার দ্বিতীয় ও শেষ দফার ভোট ছিল নরেন্দ্র মোদীর রাজ্যে। সকলের নজর রয়েছে এই ভোটের ফলাফলের দিকে। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে গুজরাতের এই ভোট বেশ গুরুত্বপূর্ণ গেরুয়া শিবিরের জন্য। এই রাজ্যে নতুন করে নজর কেড়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলও। গুজরাতে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে দ্বিতীয় স্থান দখলের জন্য যে লড়াই হবে হাড্ডাহাড্ডি, তা বেশ স্পষ্ট।

Jan Ki Baat-এর সমীক্ষা অনুযায়ী, ১৮৮ আসনের গুজরাত বিধানসভায় বিজেপি ১১৭-১৪০টি আসন পেতে পারে। আর কংগ্রেস পেতে পারে ৩৪ থেকে ৫১টি সিট। আশা জাগালেও আম আদমি পার্টি পেতে পারে ৬ থেকে ১৩ টি আসন। অন্যান্যর দখলে একটি আসন যাওয়ার সম্ভাবনা।

Republic TV P-MARQ-এর সমীক্ষা বলছে, গুজরাতে বিজেপি ১২৮-১৪৮টি আসন পাবে। কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৪২টি আসন। আর আপ পেতে পারে ২ থেকে ১০ টি আসন। অন্যান্যর দখলে ৩টি আসন যেতে পারে।

আবার News X-এর সমীক্ষা অনুযায়ী, গুজরাতে বিজেপি পেতে পারে ১১৭-১৪০টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৪ থেকে ৫১টি আসন। আশা জাগালে আম আদমি পার্টি পেতে পারে ৬ থেকে ১৩ টি আসন। অন্যান্যর দখলে একটি আসন যাওয়ার সম্ভাবনা।

P-MARQ-এর সমীক্ষা বলছে হিমাচল প্রদেশের ৬৮টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে ৩৭। কংগ্রেস পেতে পারে ৩০টি আসন আর আম আদমি পার্টি পেতে পারে একটি আসন।

অন্যদিকে, TV9 Gujarati-র সমীক্ষা অনুযায়ী, মোদির রাজ্যে গুজরাতে গেরুয়া শিবির ১২৫ থেকে ১৩০টি আসন পেতে চলেছে। কংগ্রেস ৪০ থেকে ৫০। আপ ৩ থেকে ৫ টি আসন পেতে পারে।

Back to top button
%d bloggers like this: