হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী! হাসপাতালে শুয়ে হাতে সেলাইনের চ্যানেল.. নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি! কী হয়েছে অভিনেত্রীর? উদ্বিগ্ন ভক্তরা

সবেমাত্র শুরু হলো নববর্ষ এরই মধ্যে টলি পাড়ায় একের পর এক উৎকণ্ঠার। নববর্ষের প্রথম দিন মিমি চক্রবর্তীর বাড়িতে রক্তারক্তি এরপর আবার হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী । সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
কোন সাজসজ্জা নেই বরং চোখে রয়েছে বেশ পাওয়ারের চশমা, হাতে স্যালাইন চলছে, আর বালিশের পাশে বই রাখা। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,, ‘‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।’’
আমরা মধুমিতা সরকার এর কথা বলছি, অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন।তার কী হয়েছিল? সূত্র মারফত খবর পাওয়া যায় অভিনেত্রীর অ্যাপেন্ডিক্স অপারেট করা হয়েছে।রবিবার হয়েছে অপারেশন। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘কয়েকদিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করি। শুটিং চলছিল। তার পর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।’’ মধুমিতা আরও বললেন, ‘‘রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভাল আছি।’’
মধুমিতা টলি পাড়ার একজন বেশ জনপ্রিয় অভিনেত্রী। একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি তাছাড়া সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যুব সম্প্রদায়ের ফ্যাশন সেন্সেশন বলা যায়। তার এমন অসুস্থতার কথা শুনে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা। তার ছবি তলায় অনেকেই তার সুস্থতা কামনা করেছে অনেকে জানতে চেয়েছে কী হয়েছে।
এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত ছিলেন ‘চিনি ২’ ছবির শুটিংয়ে। তবে এই মুহূর্তে তিনি আর শুটিং করতে পারবেন না। কয়েকদিন হাসপাতালেই থাকবেন তিনি তারপর বাড়ি ফিরেও বিশ্রাম নেবেন। কিছুটা সুস্থ হওয়ার পরে আবার শুটিংয়ে ফিরবেন অভিনেত্রী এমনটাই জানিয়েছেন।
View this post on Instagram