মিঠাইয়ের সামনে মিঠি সিদ্ধার্থের বিয়ের সত্য! বাড়ি ছেড়ে চলে গেল সে, তবে কি আর মিল হবে না সিদ্ধার্থ মিঠাইয়ের? পরবর্তী পর্ব দেখতে আগ্রহী দর্শক

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। প্রথম থেকেই মিঠাই সিদ্ধার্থের জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের। এই ধারাবাহিক বাংলা টেলিভিশনে এই মুহূর্তে যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে তার অন্য কোন ধারাবাহিক করেনি তা বললেই চলে।
দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় রাজ করছে মিঠাই। সেইসঙ্গে ৫৬ বার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে। বাংলা টেলিভিশনের দর্শকরা মিঠাই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের এত ভালবাসা দেন যে তা ভাষায় প্রকাশ করা যায় না। তবে বেশ কিছুদিন ধরে চলছে মিঠাইয়ের শেষ হওয়ার জল্পনা।
গল্প যেদিকে এগোচ্ছে তাতে আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন তারপর এই মিঠাই শেষ হয়ে যাবে। তাই জন্য দর্শকমহলের বেশ মন খারাপ কিন্তু শেষের কটা দিন বেশ খুশি আনন্দে কাটছিল। এরই মধ্যে একটি মন খারাপ করার মত খবর সামনে এলো। প্রসঙ্গত এখন মিঠাই ধারাবাহিকে দেখানো হচ্ছে সোম এবং তোর্সার আবার একবার বিয়ে দিচ্ছে হল্লা পার্টি। আর সেই বিয়ে দেখে মিঠাইয়েরও নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে।
যা দেখে বেশ খুশি হয়ে গিয়েছিল দর্শক মহল তাদের মনে হচ্ছিল এবার তাহলে সবকিছু মনে পড়ার পালা আসছে। কিন্তু এরই মধ্যে দেখা গেল শ্রী যখন মিঠির সঙ্গে সিদ্ধার্থ আর মিঠির সম্পর্ক নিয়ে কথা বলছিল তখন মিঠাই মিঠির জন্য খাবার নিয়ে আসছিল আর সেখান থেকেই সে জানতে পারে মিঠি এবং সিদ্ধার্থের বিয়ের কথা। মিঠাই এর আগেই একটু সন্দেহ হচ্ছিল যে শুধুমাত্র শাক্যর দিদিমণি হলে মিঠি কি করে তাদের বাড়ির এত কাছাকাছি আসতে পারে।
তবে পরবর্তী পর্বে দেখা যাবে মিঠাই তার ছেলে মেয়ের সঙ্গে কথা বলে, তাদেরকে ঘুম পাড়িয়ে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যাবে আর সেই চিঠি প্রথম পাবে মিঠি। এরপরে কি হতে চলেছে বা মিঠাই ও সিদ্ধার্থের কি করে মিল হবে তা কিছুই এখনো পরিষ্কার নয় তবে পরবর্তী পর্ব দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছে দর্শকরা।