সৃজলা ফিরছে স্টার জলসায়, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই আনন্দে আত্মহারা ভক্তরা

বিনোদনমূলক চ্যানেগুলিতে এখন একের পর এক নতুন ধারাবাহিক শুরুর হিড়িক পড়ছে। আর সেই সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে একাধিক পুরনো সিরিয়াল। টিআরপির লড়াইয়ে টিকে থাকতে না পেরে ঝাঁপ বন্ধ হয়েছে প্রচুর জনপ্রিয় ধারাবাহিকের। কিছু বছর আগেও একটি ধারাবাহিক এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার নমুনা খুবই কম রয়েছে কিন্তু বর্তমানে টিআরপির খেলায় ঘুরে যাচ্ছে গল্পের মোর। এমনই একটি ধারাবাহিক হল স্টার জলসার ‘মন ফাগুন’।
সৃজলা গুহ বাংলার ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ। তিনি তাঁর সিরিয়াল মন ফাগুনের কারণে জনপ্রিয়তা পান। প্রচারের আলোয় আসেন। তাঁর সঙ্গে সেই ধারাবাহিকে শন বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এখানে তাঁদের চরিত্রের নাম ছিল পিহু এবং ঋষিরাজ। তাঁদের অনস্ক্রিন রসায়ন সকলের দারুণ পছন্দ হয়েছিল। তাঁদের সেই খুনসুটি, ঝগড়া বা ভালোবাসা সবই দর্শকদের মন কেড়ে নিয়েছিল। মাঝে তো শোনা যাচ্ছিল তাঁরা নাকি বাস্তবেও প্রেম করছেন। যদিও পরে আর তেমন কোনও আভাস মেলেনি। যদিও এই ধারাবাহিক করার সময়ই সৃজলার প্রেম ভেঙে যায়।
কিছুদিন আগেই হরগৌরি পাইস হোটেলের মধ্যমণি হয়ে উঠেছিল এই অভিনেত্রী। তাকে দেখা গিয়েছিল এই ধারাবাহিকে। তবে কোন বিশেষ চরিত্রে দীর্ঘদিন অভিনয়ের জন্য আসেননি সৃজলা। বরং ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে হোলি উৎসব স্পেশাল পর্বে বিশেষ অতিথি হিসাবে দেখা গিয়েছিল পিহুকে। তার আগমনে বেশ জমজমাট হয়ে উঠেছিল ‘হরগৌরী পাইস হোটেলে’র বিশেষ পর্ব। তাকে আবার দেখতে পেয়ে খুব খুশিও হয়েছিলেন দর্শকরা।
ইতিমধ্যেই পাওয়া গেল এক নতুন খবর। স্টার জলসা চ্যানেলে কাম ব্যাক করছেন অভিনেত্রী সৃজলা। আর এমন একটি খবর প্রকাশ পাবার পরই হইচই পড়েছে নেট পাড়ায়। তাহলে কি কোন নতুন ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার এই অভিনেত্রীকে দেখতে পাবে তার ভক্তরা। নাকি কোন পুরনো ধারাবাহিকের মাধ্যমে লীড চরিত্রে ফিরছেন তিনি। এবার আসবো সেই প্রসঙ্গে।
জানা গিয়েছে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে তাকে আবার দেখা যেতে চলেছে টেলিভিশনের পর্দার স্টার জলসা চ্যানেলে। তবে এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কোন পুরোনো রিয়েলিটি শো এর মধ্যেই তাকে দেখা যাবে নাকি কোন নতুন রেলিটি শো নিয়ে আসছে সৃজলা। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি পোস্ট থেকেই ভক্তরা অনুমান করছেন কোন নতুন শোতেই কামব্যাক করছেন তিনি।