বিনোদন

জন্মদিনে স্ত্রীর সঙ্গে রোমান্টিক ছবি ভাইরাল অরিজিতের! সোশ্যাল মিডিয়ায় আসতেই শুভেচ্ছা বার্তা ভক্তদের

অরিজিৎ সিং নামটা শুনলেই ভারত থেকে গোটা পৃথিবীর একটা জেনারেশন হইহই করে ওঠে। এমনি এমনি কি বঙ্গ সন্তান সকলকে নিজের ভক্ত করে ফেলেছে! না তা কখনোই না, জীবনে বহু চড়াই উতরাই পার করে আজকে সাফল্যের শীর্ষে রয়েছে অরিজিৎ। কিন্তু নিজেকে কিভাবে মাটিতে রেখে সাফল্য উপভোগ করতে হয় তা বারে বারে শিখিয়েছেন এই বঙ্গসন্তান তথা দেশের জনপ্রিয় গায়ক। আজ তার জন্মদিন। পৃথিবীর কোনায় কোনায় ভক্তরা তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।

এই বছর ৩৬ পা দিলেন অরিজিৎ সিং। আর তার মধ্যেই নিজের স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক ছবি ভাইরাল গায়কের। তাই নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের নানা রকমের সুন্দর সুন্দর মন্তব্যে ভরে গেছে। এই মুহূর্তে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম অরিজিৎ সিং। তার আবেগ ছড়ানো কন্ঠে মুগ্ধ হয় দেশ-বিদেশের কোটি কোটি মানুষ। আর সেই মানুষটারই আজ জন্মদিন।

১৯৮৭ সালের আজকের দিনে অর্থাৎ ২৫শে এপ্রিল জন্মেছিলেন অরিজিৎ সিং। ছোটবেলা থেকেই গান তার ধ্যান জ্ঞান। ‘ফেম গুরুকুল’ নামের রিয়ালিটি শো তে ফাইনালে জায়গা করতে পারেননি তিনি। তবে তার পরই আস্তে আস্তে বলিউডে নিজের জায়গা করতে শুরু করেন গায়ক। তবে এই পুরো যাত্রা পথে তার পাশে যে ছিল তার নাম কোয়েল। অরিজিৎ এর ভালোবাসার নাম কোয়েল যাকে ২০১৪ সালে বিয়ে করেন তিনি।

ছোটবেলার বান্ধবী কোয়েলের সঙ্গে তারাপীঠ মন্দিরে খুব সাদামাটা ভাবেই বিয়ে হয়েছিল তাদের। আর এই জুটিরই একটি ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আজ জন্মদিনের দিন অরিজিতের তার বউয়ের সঙ্গে কি মিষ্টি ছবি প্রকাশে এনেছেন তার ফ্যানেরা। অরিজিতের স্ত্রীকে প্রায় সময় তার সঙ্গে কনসার্টে যেতে দেখা যায়। আর সেখানে স্বামীর গানে উচ্ছাসিত হতেও দেখা গিয়েছে তাকে।

এবার এই বিশেষ দিনে তাদের এক সঙ্গে ছবি রীতিমতো খুশি করে দিয়েছে ভক্তদের। ছবিতে দেখা যাচ্ছে চায়ের কাপ হাতে ছাদে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। তার পাশে কোমরে হাত দিয়ে রয়েছে অরিজিৎ। সবুজ গাছপালার মাঝে দুজনেই একটু হেসে মিষ্টি ভাবে ছবি তুলেছেন। কোয়েল পড়ে রয়েছে একটা হলুদ রংয়ের কুর্তি আর লেগিংস। অরিজিৎ পড়ে আছেন ঘন নীল রঙা ব্র্যান্ডেড টি-শার্ট আর ঘিয়ে রঙা ঢলা প্যান্ট। এই ছবিতে ভক্তদের ভালোবাসা উপচে পড়েছে।

Back to top button
%d bloggers like this: