‘মন্ত্রিসভা থেকে সরিয়ে মুখ বাঁচানোর চেষ্টা, সবটা এভাবে ধুয়ে ফেলা যাবে না’, পার্থ ইস্যু নিয়ে এবার মমতাকে তীব্র তোপ অপর্ণা সেনের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam Case) ইডি-র (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এই নিয়ে বিরোধী পক্ষ নানানভাবে তোপ দেগেছে রাজ্য সরকারকে। এবার এই বিষয় নিয়েই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তোপ দাগলেন অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। ‘গরীবের শোষণ করা টাকা ফিরিয়ে দিন’, এমন কড়াভাবেই তৃণমূলকে নিশানা করলেন তিনি।
টুইট করে অপর্ণা সেনা বলেন, “ভুলে গেলে চলবে না, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার করা ৫০ কোটি টাকা। যা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করে অর্জিত। এখন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এভাবে সবটা ধুয়ে ফেলা যায় না। যাদের থেকে টাকা লুট করা হয়েছে তাদের সুবিধার্থে এই উদ্ধার হওয়া টাকা ব্যবহার করা উচিত”।
Let's not forget that 50 cr recovered from erstwhile state minister Partha Chatterjee was acquired by exploiting the poor of WB. TMC have tried to save face by throwing PC out of the cabinet. That doesn't wash! The money should be used for the benefit those that have been robbed!
— Aparna Sen (@senaparna) July 28, 2022
উল্লেখ্য, গত শুক্রবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। এদিনই রাতে পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। এর পরদিন অর্থাৎ গত গত শনিবার গ্রেফতার করা হয় পার্থ ও অর্পিতাকে। আগামী ৩রা আগস্ট পর্যন্ত তারা ইডির হেফাজতে থাকবেন। গত বুধবার অর্পিতার রথতলার ফ্ল্যাট থেকেও আবার প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার করে ইডি।
এরপর গতকাল, বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে তিনটি দফতরের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই আবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।
শিল্পবাণিজ্য, তথ্যপ্রযুক্তি পরিষদীয় ও শিল্প দফতর থেকে সরিয়ে দেওয়া হয় পার্থকে। তাঁকে সরানোর পর নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলাম। আমাদের দল খুব কঠোর দল। অনেক কষ্ট করে রাজনীতিটা করি”। এর আগে এসএসসি দুর্নীতি মামলায় সরব হয়েছিলেন ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী ও অন্যান্য অভিনেতারা। এবার এই নিয়ে রাজ্য সরকারকে সরাসরি তোপ দাগলেন অপর্ণা সেন।