বিনোদন

আবার গল্পে ফিরতে চলেছে অনুজ! জনপ্রিয়তা বজায় রাখতে অভিনেতাকে আনতেই হবে! রণজয়য়ের ফেরার খবর ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা ভক্তরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) গুড্ডি (Guddi)। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেতা রনজয় বিষ্নু (Ranojoy Bishnu) এবং অভিনেত্রী শ্যমৌপ্তি মুদলীকে (Shyamoupti Mudly)। প্রথম থেকেই এক গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক কিন্তু দিনে দিনে এই ধারাবাহিকের গল্প এমন পর্যায়ে পৌঁছে যায় যে দর্শকদের বিরক্তির কারণ হয়ে ওঠে।

একটা ছোট পাহাড়ি গ্রামের মেয়ে গুড্ডির পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এই গল্প কিন্তু তারপর গুড্ডি, অনুজ , শিরিন এই তিনজনের তুই কোন সম্পর্ক নিয়েই এগিয়ে চলেছিল গল্প। যার একটা সময় প’র’কী’য়া নাম দিয়ে দিয়েছিল দর্শকরা। এরপর সেই গল্পে প্রবেশ করে যুধাজিৎ। তার প্রবেশের পরে অনেকে মনে করতে শুরু করেছিল এবার গল্প অন্যদিকে মোড়ে নেবে কিন্তু সেই একই দিকে ঢুকে পড়ে আবার গল্পের ট্রাক।

এতদিনে যে গল্প গুড্ডি অনুজ শিরিন তিনজনকে নিয়ে এগোচ্ছিল এবার সেই গল্পে আর এক চরিত্র আসে যুধাজিৎ। এই চরিত্র আসার পর অনেকেই ভেবেছিল যে ঘূর্ণির অন্য একটি নায়ক দেখানো হচ্ছে এবার দুটো আলাদা দুটি নিয়েই শেষ হবেই গল্প। কিন্তু যুধাজিতের সঙ্গে গুড্ডির বিয়ে হওয়ার পরেও সেই অনুজ এবং গুড্ডির একে অপরের প্রতি টান অব্যাহত থাকে।

এইভাবে চলতে চলতে কিছুদিন আগেই দেখানো হয়েছে গল্পের অনুজ মারা গেছে। আর খুব আকস্মিকভাবেই মৃত্যু দেখানো হয়েছে অনুজের। যেখানে গল্পের নায়িকা সহ দর্শকরা হতবম্ভ হয়ে গেছে। প্রসঙ্গত গুড্ডি ধারাবাহিকটি গল্পের থেকে বেশি নায়ক নায়িকার জন্যই ভক্তরা পছন্দ করত। আর সেখানে রণজয়কে সরিয়ে দেওয়ার ফলে তার টিআরপি আবার পড়তে শুরু করেছে। তাই জোরে জল্পনা আবার একবার ফিরে আসতে চলেছে অনুজ।

তবে রনজয় ফিরলেও অনুজ আর ফেরার কোন আশা নেই। কারণ খুব স্বাভাবিকভাবেই তার মৃত্যু দেখানো হয়েছে ধারাবাহিকে। তাই শোনা যাচ্ছে আবার বেশ কিছু বছরের লিপ নেওয়া হবে গল্পে। আর সেই লিপ এর পরেই অনুজের ছেলে পুবলু বেশ অনেকটাই বড় হয়ে যাবে। আর পুবলু বড় হয়ে অনুজের মতোই দেখতে হবে। তাই বোঝাই যাচ্ছে আবার একবার অভিনেতা রনজয় বিষ্নু ফিরে আসতে চলেছে গুড্ডি ধারাবাহিকের। এবার শুধু অপেক্ষার পালা।

Back to top button
%d bloggers like this: