বিনোদন

কমলা পৃথ্বীরাজের নিষ্পাপ মান অভিমানের পালা দেখে, এই জুটির প্রশংসায় মেতেছে দর্শকমহল! ছোট্ট জুটির প্রশংসায় পঞ্চমুখ সকলের

স্টার জলসায় সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। শুরু হওয়ার আগে থেকেই এই ধারাবাহিক সেভাবে চর্চায় আসেনি কখনোই দর্শকমহলে। কারণ অত্যন্ত সাধারণ মানের প্রমো দেখানো হয়েছিল এমনটাই মত ছিল দর্শকদের। মধ্য শতাব্দীর সময়ের গল্প তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে। শিশু শিল্পীদের নিয়ে গড়ে ওঠায় গল্প কয়েক দিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দুই শিশু শিল্পীকে সুকৃত সাহা এবং অয়ন্যা চক্রবর্তীকে। প্রথম দিক থেকে সেভাবে জনপ্রিয়তা না পেলেও কমলা আর পৃথ্বীরাজের বিয়ের পরে আস্তে আস্তে বেশ দর্শক টানছে এই ধারাবাহিক। এই মিষ্টি জুটি যে বর্তমানে দর্শকদের চোখের মনি হয়ে উঠছে তা বলাই বাহুল্য।

ধারাবাহিকের গল্প অনুসারে কমলা হলো এক জমিদার পরিবারের মেয়ে, যার বাবা পাশ্চাত্য দেশের সংস্কৃতির উপর অত্যন্ত ভাবে প্রভাবিত। তার বাবা তাকে নিজের বাড়িতে নয়নের মনি করে রেখেছিল। কিন্তু উল্টো দিকে মানিক হল এক অত্যন্ত দুরন্ত ও ডানপিটে একটি ছেলে যাকে নিয়ে তার বাবা-মা নাস্তানাবুদ খায়। কমলাকে দেখার পরেই তার শ্বশুর মশাই বুঝতে পারেন একমাত্র এই মেয়ে আছে যে তার এই দুরন্ত ছেলেকে সামলাতে পারে।

সম্প্রতি ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে কমলা মানিকদের বাড়ির ধরন ধারন বুঝে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তা সত্বেও সে মানিকের পিসিদের ঘরোয়া চক্রান্তের শিকার হচ্ছে। নিজের মেয়ে কষ্ট পাচ্ছে দেখে কমলার বাবা তার মেয়ের জন্য নানারকম জিনিস নিয়ে আসে কিন্তু মানিকের বাবা সেগুলো নিতে অস্বীকার করে। তিনি বলেন তিনি কোন রকম যৌতুক নেবেন না। কিন্তু কমলার প্রিয় হারমোনিয়াম টাকে তার বাড়িতে রেখে যেতে বলেন।

কিন্তু তার আগে একটি দৃশ্য দর্শকের মন ছুয়ে গেছে যেখানে মানিক এবং তার বন্ধুরা কমলাকে রাক্ষসী ভাবছিল। যার জন্য মানিক দূরে দূরে ছিল এমনকি কমলাকে বিয়ে করতে চাইনি। সেটা এখন কমলার সামনে চলে এসেছে। অমাবস্যার দিন সে যখন ভাত খেতে বসেছিল সেই দেখে মানিকের ফুল পিসি কমলাকে রাক্ষসী বলে। আর সেটা শুনে তার খারাপ লাগে। তারপর মানিক নিজেই কমলাকে মুখ ফসকে বলে ফেলে যে তারাও তাকে রাক্ষসী ভাবছিল। এই শুনে কমলা কষ্ট পায়। আর তখনই মানিক নিজের ভুল স্বীকার করে কান ধরে। এই দৃশ্য দেখে আর এই ছোট জুটিকে এত সুন্দর করে একে অপরের মান-অভিমান ভাঙাতে দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা।

Back to top button
%d bloggers like this: