রাজ্য

‘বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাকে স্যালুট’, বিচারপতির প্রশংসায় ব্যানারে ছয়লাপ কলকাতা

রাজ্যের নানান ইস্যুতে তাঁর একের পর রায় যেন এক একটা ঝড় তুলেছে রাজ্য-রাজনীতিতে। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই নন, তাঁকে বেশ সমঝে চলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাড়ার মোড় থেকে, বাস, ট্রাম সব জায়গায় তাঁর রায়কে ঘিরে আলোচনার অন্ত নেই। কারোর কারোর কাছে তো তিনি সাক্ষাৎ ভগবান। এবার কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় ব্যানারে পড়ল কলকাতা শহরে।

এই ব্যানার দেখা গিয়েছে ডায়মন্ড হারবার রোডে বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে নানান জায়গায়। এই ব্যানারের মাধ্যমে ধন্যবাদ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে। উল্লেখ করা হয়েছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘বাংলার গর্ব’।

এই ব্যানার দেওয়া হয়েছে বেহালার নাগরিকবৃন্দের তরফে। ব্যানারে লেখা, “সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্য প্রবাদটি দেশের নাগরিকদের সামনে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়”। বিচারপতির উদ্দেশে তাদের আরও বার্তা, “আপনাকে স্যালুট”।

বিচারপতির এই ব্যানার প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যে পরিস্থিতি তৈরি করার জন্য কেউ কেউ জয়ধ্বনি দিচ্ছেন, তাঁদের নামেই পোস্টার পড়ছে। আর মনে হচ্ছে, আমিও একটু বিরোধীদের মধ্যে হিরো হই। বিরোধীদের থুতু ফেলে ডুবে মরা উচিত”।

Back to top button
%d bloggers like this: