রাজ্য

অবশেষে মিলবে দহনজ্বালা থেকে মুক্তি, শীঘ্রই দক্ষিণবঙ্গের আট জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

কাঠফাটা রোদ ও ত্বক জ্বালানো গরম থেকে এবার মুক্তি পাওয়ার পূর্বাভাস। অবশেষে দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগণা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়ায় আগামী শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই বৃষ্টি হবে কী না, তা এখনও স্পষ্ট জানায়নি হাওয়া অফিস।

গত কয়েকদিন ধরে যে হারে গরম বেড়েছে, তাতে নাজেহাল বঙ্গবাসী। সোমের পর আজ, মঙ্গলবারও প্যাচপ্যাচে গরম বঙ্গে। কলকাতা ও দক্ষিণবঙ্গের আরও নানান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে সকলের মুখে শুধু একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে?

এসবের মধ্যেই একটু স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল যে ২২শে এপ্রিলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে। রাজ্যের নানান জেলাই তাপমাত্রা কমবে। তবে ২১ এপ্রিল অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে রাজ্যে। এখনও দু-তিনদিন দহনজ্বালা ভোগ করতে হবে রাজ্যবাসীকে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গও গরমে পুড়ছে। তবে এবার উত্তরের জেলাগুলির জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল, বুধবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল, বুধবার আরও গরম বাড়তে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ও বীরভূমে। এই জেলাগুলিতে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।  

গতকাল, সোমবারও রাজ্যের নানান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতন, পানাগড়েও তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে ছিল। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি। এদিন শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি।

Back to top button
%d bloggers like this: