সিড মিঠাই, পিহু ঋষি সবাই এখন অতীত, দর্শকরা মজেছে এখন কমলা পৃথ্বীরাজের জুটিতে! কি মিষ্টি জুটিটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে বলছে দর্শক মহল

স্টার জলসায় সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। শুরু হওয়ার আগে থেকেই এই ধারাবাহিক সেভাবে চর্চায় আসেনি কখনোই দর্শকমহলে। কারণ অত্যন্ত সাধারণ মানের প্রমো দেখানো হয়েছিল এমনটাই মত ছিল দর্শকদের। মধ্য শতাব্দীর সময়ের গল্প তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে। শিশু শিল্পীদের নিয়ে গড়ে ওঠায় গল্প কয়েক দিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দুই শিশু শিল্পীকে সুকৃত সাহা এবং অয়ন্যা চক্রবর্তীকে। প্রথম দিক থেকে সেভাবে জনপ্রিয়তা না পেলেও কমলা আর পৃথ্বীরাজের বিয়ের পরে আস্তে আস্তে বেশ দর্শক টানছে এই ধারাবাহিক। এই মিষ্টি জুটি যে বর্তমানে দর্শকদের চোখের মনি হয়ে উঠছে তা বলাই বাহুল্য।
ধারাবাহিকের গল্প অনুসারে কমলা হলো এক জমিদার পরিবারের মেয়ে, যার বাবা পাশ্চাত্য দেশের সংস্কৃতির উপর অত্যন্ত ভাবে প্রভাবিত। তার বাবা তাকে নিজের বাড়িতে নয়নের মনি করে রেখেছিল। কিন্তু উল্টো দিকে মানিক হল এক অত্যন্ত দুরন্ত ও ডানপিটে একটি ছেলে যাকে নিয়ে তার বাবা-মা নাস্তানাবুদ খায়। কমলাকে দেখার পরেই তার শ্বশুর মশাই বুঝতে পারেন একমাত্র এই মেয়ে আছে যে তার এই দুরন্ত ছেলেকে সামলাতে পারে।
ফলে দুই বাড়ি থেকে কমলা আর পৃথ্বীরাজের বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পরে কমলাকে মানিকদের বাড়িতে এসে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেখানে দাঁড়িয়ে সে বাপের বাড়িতে একটা কাজও করত না সেখানে শ্বশুরবাড়িতে এসে তাকে সবকিছুই করতে হচ্ছে। তার কাছে নতুন কিন্তু সবকিছু সে মানিয়ে নেওয়ার ও চেষ্টা করছে। কিভাবে সেই সময় মহিলাদের ওপর সামাজিক প্রথা হিসাবে কিছু জিনিস চাপিয়ে দেওয়া হতো সেই গুলোকে ফুটিয়ে তুলছে এই ধারাবাহিক।
কিন্তু এত কিছুর মাঝেই ছোট ছোট মুহূর্ত দেখানো হচ্ছে কমলা আর মানিকের মধ্যে। যেমন গত পর্বেই দেখানো হয়েছে জোরে মেঘ ডাক আর ফলে কমলা ভয় পেয়ে মানিককে জড়িয়ে ধরে। আর সেই দেখেই দর্শকমহলে এই জুটির প্রশংসা তো থামছেই না। প্রথম থেকেই কমলা চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর এত মিষ্টি মুখ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক। এবার এই ছোট্ট জুটি সব পুরনো জুটিদের পাল্লা দেবে এমনটাই মত দর্শকদের।