পূজোয় মা দুর্গার সাথে সাথে আসছে মিতিন মাসি! পহেলা বৈশাখেই এলো কোয়েলের আসন্ন ছবির পোস্টার

বাংলা চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। যাকে বহুদিন ধরেই রুপোলি পর্দায় আর সেভাবে দেখা যাচ্ছে না। তবে অভিনেত্রীর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। অনেক অল্প বয়স থেকে তিনি টিভির পর্দায় দর্শকদের মনোরঞ্জন করেছেন। অসাধারণ সুন্দর সুন্দর অভিনয় উপহার দিয়েছে কোয়েল। একটা সময় দেব, জিৎ, যীশু, পরমব্রত সবার বিপরীতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তবে একার ক্ষমতা কেউ পর্দায় লোক টানতে একটুও কম যান না কোয়েল তা আমরা সকলেই দেখেছি এর আগে।
অনেকদিন ধরে ই জল পড়েছিল খুব তাড়াতাড়ি নতুন সিনেমা নিয়ে ফিরবে রঞ্জিত কন্যা। আরে নতুন বছরের পয়লা বৈশাখের শুভ দিনে মুক্তি পেল কোয়েলের আগামী ছবির অফিসিয়াল পোস্টার। যতদূর জানা যাচ্ছে জঙ্গলে মিতিন মাসির শুটিং শুরু হবে মে থেকে। আর তার আগেই প্রকাশ পেয়ে গেল সেই ছবির পোস্টার।
এবারেই দুর্গাপূজোয় আসতে চলেছে এই ছবি একদিকে মা দুর্গার আহবান অন্যদিকে আসছে কোয়েল অভিনীত মিতিন মাসি। এবারের পুজোয় রহস্যের জট ছাড়াবে বাঙালির এই মহিলা গোয়েন্দা। এদিন যে অফিসিয়াল পোস্টার দেখা গেছে তাতে রয়েছে দুটো হাতির দাঁতের মাঝে দাঁড়িয়ে আছেন কোয়েল ওরফে মিতিন মাসি। তার পরনে রয়েছে কালো শার্ট। ঘন জঙ্গলের মধ্যে চুল এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সে।
এই ছবির পরিচালনা করছেন অরিন্দম শীল প্রযোজনায় রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। সুচিত্র ভট্টাচার্যের লেখা সারাডায় শয়তানের গল্পের উপর ভিত্তি করে এই ছবি তৈরি হচ্ছে। মে মাস থেকে এই ছবির শুটিং করতে চলেছেন কোয়েল।
এই ছবিটা কোয়েল মল্লিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে রিয়া বণিক, অসীম রায় চৌধুরী, জয়দীপ কুণ্ডু, বরুণ চক্রবর্তী প্রমুখোকে। এখানে মিতিন মাসি ওরফে কোয়েলের স্বামী হিসেবে দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে।