বিনোদন

সুশান্ত সিং রাজপুত রহস্য মৃত্যুঃ এবার সিনেমা থেকে বাদ পড়লেন রিয়া চক্রবর্তী

সকল বাধা বিপত্তি কাটিয়ে সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার গিয়ে পড়ল সিবিআইয়ের হাতে। গতকাল অর্থাৎ বুধবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এমনটাই রায় ঘোষণা করেছে। এসএসআর-এর পরিবার ও ভক্তকুলের কাছে এ এক বিরাট জয়। আদালতে রিয়া চক্রবর্তীর কোনো কারসাজি ধোপে টেকেনি।

অন্যদিকে বলিউডের সিনেমা থেকেও বাদ পড়ছেন সুশান্ত সিং রাজপুত এর বান্ধবী রিয়া চক্রবর্তী। পরিচালক লোম হর্ষ রিয়া চক্রবর্তী কে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনায় ছিলেন। কিন্তু সুশান্তের মৃত্যুর পর তা এবার বাতিল করছেন তিনি।

উল্লেখ্য, রিয়া চক্রবর্তী বলিউডে কোনদিনই তার নাম সেভাবে তুলতে পারেনি। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী হিসাবে বিভিন্ন আলোচনায় উঠে আসেন তিনি। রিয়া চক্রবর্তী ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তারপর তাঁকে শেষবারের মতো দেখা গেছে ‘জলেবি’ ছবিতে। তাঁর কোনো সিনেমাই বক্স অফিসে সাফল্য করে উঠতে পারেনি। এবং রিয়া চক্রবর্তীর অভিনয় এমন কিছুও চমকপ্রদ নয় যার দ্বারা তিনি সকলের নজর কাড়বেন। দর্শক সুশান্তের মৃত্যুর আগে রিয়াকে চিনত না বলা চলে।

যদিও বা পরিচালক লোম হর্ষ-এর নতুন সিনেমার মাধ্যমে বলিউডে আবার ফিরতে পারতো সে সম্ভাবনা বর্তমানে বাতিল। পরিচালক লোম হর্ষ জানিয়েছেন, “এটা আমার দ্বিতীয় ছবি। রিয়াকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলাম ২০১৮ সালে। এ বছরে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর পরিস্থিতির কারণে সেটা আর সম্ভব হয়নি। ছবির প্রি-প্রোডাকশনের কাজ শেষ, এবার ছবির শুটিং শুরু করব। কিন্তু বর্তমান যা পরিস্থিতি আমরা রিয়াকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে আমার ছবির প্রযোজক ও কাস্টিং টিমের সাথেও কথা হয়েছে।”

পরিচালক আরও জানান, “সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে মানুষের যে অনুভূতি জড়িয়ে আছে, তাকে আমরা সম্মান জানাতে চাই। কোনোভাবেই আমরা সেই অনুভূতিকে আঘাত করতে ইচ্ছুক নই। তাই রিয়াকে এই ছবি থেকে বাদ দিচ্ছি।”

রিয়া চক্রবর্তী কে সিনেমা থেকে এইরূপ ভাবে বাদ দেওয়াতে এসএসআর-এর ভক্তবৃন্দ খুশি হয়েছেন। তারা সোশ্যাল মিডিয়াতে পরিচালকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং সুশান্তের মৃত্যুর সঠিক বিচারের ইচ্ছা প্রকাশ করছেন।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Leave a Reply

Back to top button
%d bloggers like this: