বিনোদন

নতুন বছর পড়তেই সুখবর এসেছিল দূরত্ব ঘুঁচেছে অর্ণব-ইপ্সিতার! এবার তাদের ঘরে এলো নতুন সদস্য! জানেন কে সে?

এর আগে বহুবার জানা গিয়েছে রুপালি পর্দায় কাজ করতে করতে অভিনীত অভিনেত্রী একে অপরের প্রেমে পড়েছেন। তারপরে সেই জুটি হয়ে গেছে দর্শকদের অত্যন্ত জনপ্রিয়। আর তেমনি একটি ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিল ঈপ্সিতা এবং অর্ণবের জুটি। প্রসঙ্গত ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব ব্যানার্জি দুজনেই বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় নাম।

২০২২ এর প্রথম মাসেই ঈপ্সিতা এবং অর্ণব একে অপরের সঙ্গে আইনি বিয়ে সারেন। তবে তারপরেই শুরু হয় মনোমালিন্য। গত বছরের শেষের দিকে সোনা গিয়েছিল তারা দুজন নাকি বিচ্ছেদের পথ বেছে নিতে চলেছেন। এমনকি সুত্র মারফত জানা গিয়েছিল অর্ণবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। তবে সেই সব মনোমালিন্য দূর করে নতুন বছর পড়তেই পাহাড় থেকে বেরিয়ে এসে আবার এক হন তারা দুজন।

এখন আবার শোনা যাচ্ছে তাদের ঘরে এসেছে নতুন সদস্য। যার নাম চমচম। অভিনেত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়ার পাতায় এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কি জানতে ইচ্ছা হচ্ছে তো যেই নতুন অতিথি আসলে কে? অর্ণব-ইপ্সিতার জীবনে এই নতুন অতিথি হলো ছোট্ট একটি পার্শিয়ান বিড়াল। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় যে ছবি দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে দুজনের মাঝে বসে রয়েছে সেই ছোট্ট চমচম। এই ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন,‘‘আমাদের পরিবারের নতুন সদস্য।’’

প্রসঙ্গত আলো ছায়া ধারাবাহিকের সেটে একে অপরের সঙ্গে আলাপ হয় তাদের। সেখান থেকে বন্ধুত্ব আর তারপর একে অপরের প্রেমে পড়েন তারা। তবে সেই সম্পর্কে কয়েক দিনের মধ্যেই ভাঙ্গন ধরতে শুরু করে। একটা সময় তাদের এই সম্পর্ক নিয়ে কম জল্পনা শুরু হয়নি সোশ্যাল মাধ্যমে। তবে সেই ফাটল আবার জোড়া লেগে পাহাড়ে ঘুরতে গিয়ে নিজেদের মধ্যে দূরত্ব কাটিয়ে ফেরেন তারা।

পাহাড়ের কোলে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে একটি ঝাপসা ছবি পোস্ট করে তাদের মধ্যে দূরত্ব ঘুচে গেছে সেই খবর নিজেরাই জানান। সেই খবর শুনে রীতিমতো খুশি হয়ে গিয়েছিল অর্ণব-ইপ্সিতার ভক্তরা। প্রসঙ্গত এই মুহূর্তে ইপ্সিতাকে দেখা যাচ্ছে স্টার জলসার দুটি ধারাবাহিক ‘এক্কাদোক্কা’ এবং ‘বালিঝড়’। উল্টোদিকে অর্ণবকে শেষবার দেখা গিয়েছিল ‘আলতা ফড়িংয়ে’।

Back to top button
%d bloggers like this: