বিনোদন

বিয়ের ২ মাস না কাটতেই অন্তঃসত্ত্বা নেহা কক্কর? গায়িকার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বাড়ল বিতর্ক

এখনও বিয়ের দু’মাসও কাটেনি, এরই মধ্যে কী অন্তঃসত্ত্বা নেহা কক্কর? তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা নতুন ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অক্টোবর মাসের ২৪ তারিখে গায়ক রোহনপ্রীত সিং-এর সঙ্গে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীহা। তাদের বিয়েতে কোনও কিছু খামতি ছিল। আলো, রোশনাই, ঝলমলে পরিবেশ, সবমিলিয়ে যাকে বলে ‘পারফেক্ট ওয়েডিং’। এরপর দু’বার রিসেপশন সেরে নবদম্পতি দুবাইয়ে উড়ে যান মধুচন্দ্রিমার জন্য।

তবে বিয়ের দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা, এই বিষয়টা ঠিক হজম করতে পারছেন না নেট জনতা। সম্প্রতি, ইনস্টাগ্রামে রোহনপ্রীতের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন নেহা। ক্যাপশনে লেখা, “খেয়াল রাখিয়া কর”। এই ছবিতে তাঁর অল্প বেবি বাম্পও দৃশ্যমান। এই দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে নেহার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে।

বিয়ের দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। অনেকেই নেহাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কী তাহলে বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। এমনই সব মন্তব্যে জল্পনার ঝড় উঠেছে নেট পাড়ায়।

তবে এই বিষয়ে নেহা এখনও পর্যন্ত স্পষ্ট কোনও উত্তর দেননি। কিন্তু তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে আরও বেশি উস্কে দিয়ে রোহনপ্রীত তাঁর এই ছবিতে কমেন্ট করেছেন যে, “আব তোহ্‌ কুছ জ্যায়দা হি খ্যায়াল রাখনা পাড়েগা নেহুউউ”। এদিকে নেহার ভাই টনি কক্করও কমেন্ট করেছেন যে, “ম্যায় মামা বান জাউঙ্গা”।

তবে তিনি সত্যিই মা হতে চলেছেন কী না, এ নিয়েও প্রশ্ন উঠেছে অনেকের মনে। অনেকেই মনে করছেন এটি হয়ত কোনও অ্যাড বা নতুন কোনও গানের শুটিংও হতে পারে। কারণ এর আগেও নেহা এরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন। মিউজিক ভিডিও প্রচারের জন্য আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ের মিথ্যে খবর প্রচার করেন গায়িকা।

Back to top button
%d bloggers like this: