জ্যাকলিনের উন্মুক্ত পিঠ, শরীরী আবেদনের জালে নেটিজেনরা, অর্ধনগ্ন ছবি পোস্ট করলেন শ্রীলঙ্কান সুন্দরী

ফের নেট দুনিয়ায় পারদ চড়ালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজ। এমনিতে সশ্যাল মিডিয়ায় টপলেস ছবি পোস্ট করতে তিনি সিদ্ধ হস্তা। এবার ফের একবার অর্ধনগ্ন ছবি পোস্ট করে সকলের নজর কাড়লেন এই শ্রীলঙ্কান সুন্দরী। তাঁর এই আবেদনী ছবিতে রায়ের ঘুম উড়েছে তাঁর পুরুষ অনুরাগীদের।
শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন জ্যাকলিন যাতে তাঁর শরীরের উর্ধাঙ্গে পোশাকের লেশমাত্র নেই। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, “ভাভা”, যার অর্থ ‘অসম্ভব সেক্সি’।
View this post on Instagram
আরও পড়ুন- সঙ্গী দুই ননদ, বিছানায় বসেই ‘দারু দেশী’ গানে উদ্যম নাচ তৃণার, ভাইরাল সেই ভিডিও
সোফার উপর উপুর হয়ে শুয়ে আবেদনী ভঙ্গিতে ক্যামেরার দিকে চেয়ে রয়েছেন তিনি, সাদা-কালো এই ছবিতে ইয়ার ডার্ক আইলাইনার ও লিপস্টিক স্পষ্ট। খোলা চুলে যেন হটনেস চুঁইয়ে পড়ছে।
কিছুদিন আগেও নিজের একটি টপলেস ছবি পোস্ট করেন জ্যাকলিন। ইনস্টাগ্রামে তাঁর ৪০ মিলিয়ন ফলোয়ার্স হওয়ার সুবাদে এই ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
একবার এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, তিনি বেশ কিছু বছর ধরে এটা উপলব্ধি করেছেন যে ফিটনেস মানে কোনও নির্দিষ্ট সাইজের মধ্যে শরীরকে আটকে রাখা নয়। তিনি নিয়মিত যোগা, ধ্যান করেন, আর চেষ্টা করেন অন্তরের শান্তি খুঁজে পেতে।
আরও পড়ুন- শীঘ্রই মা হবেন মধুবনী, সন্তানের জন্য কী রকম প্রস্তুতি নিচ্ছেন হবু মা
আপাতত, জ্যাকলিনের কাছে রয়েছে বেশ কিছু কাজ। সম্প্রতি, ‘ভূত পুলিশ’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এরপর তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে ‘বচ্চন পাণ্ডে’ ও ‘রাম সেতু’ ছবিতেও। সলমন খানের সনহে ‘কিক টু’ ছবি শুরুর অপেক্ষায় রয়েছেন জ্যাকলিন।