বিনোদন

ফিরে এলো আবিরের প্রথম স্ত্রী অহনা! তবে কি এবার ঝিলমিলের পাস থেকে সরে যাবে সে? নতুন প্রোমো আসতেই চিন্তিত ভক্তরা

বর্তমানে জি বাংলায় যে কয়টি জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘তোমার খোলা হাওয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং অভিনেতা শুভঙ্কর সাহাকে। জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘গুড্ডান তুমসে না হো পায়গি’ গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক তোমার খোলা হাওয়া।

যেটি প্রথমে রাতে স্লটে থাকলেও টিআরপি কম থাকার কারণে সেটিকে দিয়ে দেওয়া হয় দুপুরে লাটে এই মুহূর্তে জি বাংলায় দুটো থেকে সম্প্রচারিত হতে দেখা যায় এই ধারাবাহিককে। কম বয়সী শাশুড়ি গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক ভালোই জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।

শুরুর প্রথম থেকে আবির এবং ঝিলমিলের সম্পর্ক নিয়ে নানান টানা পড়েনের মাঝখান দিয়ে বর্তমানে তাদের সম্পর্কটা স্বাভাবিক স্বামী-স্ত্রীর মতো হয়ে উঠেছে। এমনকি ঝিলমিল নিজের পরিবারের প্রত্যেকটি সদস্যকে এক সুতোয় বাঁধতে সফল হয়েছে।

কিন্তু এরই মধ্যে আবির এবং ঝিলমিলের জীবনে এলো নতুন সংকট। আজকেই এই ধারাবাহিকের নতুন প্রমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে আবির আর ঝিলমিল বাড়িতে সকলের সামনে একে অপরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। ঝিলমিল কে আবির বলছে সে তার হাত কখনোই ছাড়বে না ঠিক সেই সময় আবিরের ফোনে একটি ফোন আসে।

আর সেই ফোন আসতেই উল্টো দিক থেকে এক ব্যক্তি একটি নার্সিংহোমের নাম করে বলে যে আবিরের স্ত্রী অহনা রায় সেই নার্সিংহোমে ভর্তি রয়েছে। তারপরেই আবির ছুটতে ছুটতে সেই নার্সিংহোমে আসে এবং তার পিছনে থাকে ঝিলমিল। সেখানে দেখা যায় আবিরের প্রথম পক্ষের স্ত্রী ভর্তি রয়েছে। এবার দেখার পালা ঝিলমিলের জীবনে নতুন কোন সংকট এসে উপস্থিত হলো!

Back to top button
%d bloggers like this: