টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহার সঙ্গে প্রেম করছেন কোন জনপ্রিয় ইউটিউবার! সকলের সামনে ফাঁস করলেন রচনা

টলিপাড়ায় ‘দিদি’ নামের যদি কাউকে মানুষ চিনে থাকে তাহলে সেটা এক কথায় রচনা ব্যানার্জী। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে ছোট পর্দার জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার অত্যন্ত জনপ্রিয় দিদি নম্বর ওয়ানে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এই রিয়ালিটি শো তে সাধারণ মানুষ থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই আসে প্রতিযোগী হিসেবে। সাধারণ মানুষ হলে নিজেরাই নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন। কিন্তু উল্টোদিকে টলি পাড়ার কেউ এলে তার সব খবরই থাকে দিদির কাছে।
আর সুযোগ পেলেই সেই সকল তথ্য ফাঁস করে দেন রচনা ব্যানার্জি। এবার সকলের সামনে নিয়ে এলেন কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা গুহ। কিছুদিন আগেই নিজের স্বপ্ন পূরণ করে গাড়ি কিনেছেন অনন্যা। এবার তিনি কার সঙ্গে প্রেম করছেন সেই কথা সকলের সামনে বললেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।
টলিপাড়ার অন্ধরে কে কার সঙ্গে প্রেম করছে কে কাকে বিয়ে করছে অথবা কে কার সঙ্গে ডেটে যাচ্ছে এইসব খবরই রেখে দেন রচনা। আর সুযোগ মতো সেই সকল তারকা যদি একবার দিদি নাম্বার ওয়ান এর মধ্যে এসেছে তাহলে তার পর্দা ফাঁস করতে দেরি করেন না তিনি। এমনটাই হলো অনন্যার সঙ্গেও। এদিন দিদি নাম্বার ওয়ানে মাকে নিয়ে খেলতে এসেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুন্ডু।
View this post on Instagram
তার সঙ্গে অনন্যাকে বহু রিলস করতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। এমনকি তিনি অনন্যাকে ফলো পর্যন্ত করেন। তাই সুকান্তকে হাতে পেয়ে প্রেম নিয়ে তার সঙ্গে মজা করতে ছাড়লেন না দিদি নাম্বার ওয়ান।
সুকান্তের মা শিখা দেবীকে প্রশ্ন করেন, ‘ছেলে আপনাকে প্রেম নিয়ে কিছু বলে না?’। তিনি বলেন ‘না আমাকে তো কিছুই বলে না। জানি না তো।’ এরপর রচনা বলে, ‘আমি যতদূর জানি ওরা দুই বোন। আর ও ছোট বোনের সঙ্গে থাকে। আর তার নামটা A দিয়ে শুরু। বাংলাতে পাঁচটা অক্ষর। আপনি তাড়াতাড়ি যান বাড়িতে, গিয়ে বিয়ের ডেট ঠিক করুন।’ সুকান্ত লজ্জা পেয়ে বলে, ‘ভেবেছিলাম একটু কনফিউশন রাখব, তুমি কিছুই রাখলে না’।
‘লেটস বি কনফিউসড’ চ্যানেল থেকে ভ্লগিং করতে দেখা যায় সুকান্তকে। তার চ্যানেলের নাম রাখা নিয়ে দিদি নম্বর ১-এ জানালেন, ‘আমার জীবনটা এক কনফিউশন নিয়ে তৈরি। ছোটবেলা থেকে কী হব নিয়ে। শেফ হব ভেবেছি। তারপর ভাবলাম ফোটোগ্রাফার হয়ে যাই। তারপর ইঞ্জিনিয়র, তারপর কনটেন্ট ক্রিয়েটার। এখনও জীবনে কনফিউশন চলছে। কাল হয়তো অন্য কিছু করতে পারি।’
View this post on Instagram