বিনোদন

আরো একবার নিজের ছোটবেলাকে ফিরিয়ে দিতে এবার বড় পর্দায় আসতে চলেছে নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে

ছেলেবেলার গরমের ছুটি মানেই একটা প্রজন্মের সময় কাটত নন্টে-ফন্টে পড়ে। ছোট ছোট বইয়ের পাতাজুড়ে অনবদ্য কাহিনি। যেখানে নিজেদের ছেলেবেলাও যেন মুহূর্তে ফুটে উঠত। প্রতিদিন যেন নতুন নতুন চমক খুঁজে পাওয়া যেত সেখান থেকে। আর হাঁ করে সকলেই তবু পড়ে যেত সেই গল্প। এ প্রজন্মের অনেকেই হয়তো নন্টে ফন্টে পড়েননি। তাই তাঁদের জন্য পর্দায় আসছে একেবারে নতুন চমক। বাচ্চা থেকে বড় সকলেই উপভোগ করতে পারবেন এ ছবি।

নন্টে-ফন্টে, কেল্টু দা এবং হাতি স্যার মানেই নস্টালজিয়া। এবার অনির্বান চক্রবর্তীর হাত ধরে সেই নস্টালজিয়া আসতে চলেছে বড়পর্দায়। কমিক্স নিয়ে প্রথম ছবি উপহার পেতে চলেছেন দর্শকরা। পরান বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার ছাড়াও অভিনয় করেছেন শুভাশিস মুখার্জী, সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, কাঞ্চনা মৈত্র সহ অন্যান্যরা। হিরাগঞ্জ আর মতিগঞ্জ কেঁপে ওঠে – নন্টে ফন্টের তান্ডবে।

১২ বছরের দুই পুঁচকের জ্বালায় জেরবার সবাই। তাঁদের জ্বালায় অতিষ্ট হয়ে হাতী স্যারের হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাঁদের পরিবার। অগত্যা দুই পুঁচকে এসে ওঠে হোস্টেলে। ঠাঁই হয় একই ঘরে। শুরু হয় দুজনের লড়াই। কে বড়ো? নন্টে যেমন ফন্টেকে জব্দ করতে চায় , তেমনি ফন্টেও বুদ্ধি আঁটে কিভাবে নন্টেকে ঘায়েল করবে। এসব করতে গিয়েই তারা ধরে ফেলে চোর-কাঁকড়াকে। তারপর কি হয় তা জানা যাবে বড়পর্দাতেই। ছেলেবেলাকে বড়পর্দায় দেখতে উৎসাহী সকলেই।

গল্পে উঠে এসেছে আরও নানান রকম দিক। উঠে এসেছে রয়েল বেঙ্গল টাইগার। জানা যায় এই টাইগার ধরতে গিয়েই দুষ্কৃতীদের খপ্পরে পড়েছিলেন হাতি স্যার। তবে নন্টে ফন্টের বুদ্ধির জোরে প্রাণে বাঁচেন তিনি। এতদিন এই গল্প ছিল বইয়ের পাতায় বন্দি। খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পাবে নারায়ণ দেবনাথের জনপ্রিয় লেখনী নন্টে ফন্টে।

নারায়ণ দেবনাথের কাহিনি অবলম্বনে অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় দর্শকের দরবারে পৌঁছবে ছবিটি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সংগীত পরিচালনার দায়িত্বে অনুপম রায়। সিনেমাটোগ্রাফার আয়ুব আলী খান। সমর হালদারের শিল্প নির্দেশনায়, জালান ইন্টারন্যাশনাল ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাবে নন্টে-ফন্টে। গণমাধ্যম প্রচারের দায়িত্বে রানা বসু ঠাকুর।

Back to top button
%d bloggers like this: