‘শেষ পর্যন্ত অন্তর্বাসটাও খুলে ফেলতে বলে’, কেরিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার ‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কা

ওপরা উইনফ্রের শো-য়ে এসে নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমের দিকে স্বামীর নিককে কেন তিনি পাত্তা দেননি, সেই কথা থেকে শুরু করে তাঁর কেরিয়ারের শুরুতে কীভাবে তাঁকে ‘কাস্টিং কাউচ’-এর শিকার হতে হয়েছিল, সেকথা নিজের মুখে জানালেন অভিনেত্রী। অবশ্য এই প্রসঙ্গ তিনি নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’-এও উল্লেখ করেছেন।
শুধু বলিউড নয়, এখন তিনি হলিউডেরও মেগাস্টার। সম্প্রতি তাঁর একটি ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছে। তবে তাঁর এই যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। কেরিয়ারের শুরুতে তাঁকে হতে হয় যৌন হেনস্থার শিকার। তবে তখন সেই প্রযোজকের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেননি। বরং, সেই ছবি থেকে সরে এসেছিলেন।
আরও পড়ুন- মায়ের সঙ্গে মিলিয়ে পোশাক, শুভশ্রীর সঙ্গে প্রথম পার্টি করল ইউভান
প্রিয়াঙ্কা জানান, সেই সময় সেই প্রযোজক নবাগতা প্রিয়াঙ্কাকে যৌন আবেদনী নাচ করে দেখাতে বলেছিলেন। শুধু তাই-ই নয়, তিনি অশ্লীল নির্দেশ দেন যে, নাচের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে ‘স্ট্রিপ টিজ’ অর্থাৎ একে এক নিজের পোশাক খুলতে হবে। শেষ পর্যন্ত অন্তর্বাসও খুলে ফেলতে বলেছিলেন সেই প্রযোজক। তবে প্রিয়াঙ্কা রাজী হননি। সেই ছবির কাজ ছেড়ে দেন তিনি। কিন্তু তখন কেন তিনি সেই ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াননি, তা ভেবে এখনও আফসোস করেন অভিনেত্রী। তবে এই শো-তেও প্রিয়াঙ্কা সেই প্রযোজকের নাম ফাঁস করেননি। তাঁর কথায়, সেই সময়ও সেই প্রস্তাব পেয়ে তিনি গর্জে উঠেছিলেন।
এই শো-তেই প্রিয়াঙ্কা জানান যে কেন প্রথমের দিকে তিনি স্বামী নিক জোনাসকে পাত্তা দেননি। তাঁর কথায়, তখন্তার বয়স ছিল ৩৫ ও তিনি বিয়ে করতে চাইছিলেন। কিন্তু নিক তখন কুড়ির কোঠায়। তাই তিনিবুঝতে পারেননি যে নিকের এরকম কোনও ইচ্ছা রয়েছে কী না। কিন্তু পরে নিকের সঙ্গে ডেটে যাওয়ার পর তাঁর মনোভাব বদলে যায়।