রাজ্য

WB Election 2021: ‘২রা মে দিদি যাচ্ছেন, বাংলায় আসল পরিবর্তন আসছে’, বাঁকুড়ার সভায় ঘোষণা মোদীর

আজ ফের রাজ্যে মোদী। আজ, রবিবার বাঁকুড়ায় সভা করেন প্রধানমন্ত্রী। এদিনই আবার পূর্ব মেদিনীপুরের এগড়ায় সভা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র। এদিন বাঁকুড়ার সভায় দাঁড়িয়ে মোদী বাংলায় আসল পরিবর্তনের ডাক দেন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে তিনিই বলেন যে ‘২রা মে দিদি যাচ্ছেন’।

এদিন সভার শুরুতেই ইভিএম নিয়ে বেশ কিছু কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে। ডাবল ইঞ্জিন সরকার বাঁকুড়ার টেরাকোটা শিল্পে নজর দেবে। বিজেপি ক্ষমতায় এলে তবেই নতুন শিক্ষানীতি জারি হবে বলে মনে করেন মোদী। সোনার বাংলা গড়ার স্বপ্ন বিজেপিই সফল করবে।

আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, “দিদিকে যত প্রশ্ন করি, ততই রেগে যান। দিদি আমার চেহারা পছন্দ করেন না। গত ১০ বছর ধরে দিদি রাজ্যবাসীর সঙ্গে খেলেছেন, এখনও বলছেন খেলা হবে। এবার খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে। দিদি, আমি আপনাকে বিকাশকে লাথি মারতে দেব না”।

দেওয়াল লিখনে মোদীর মাথার উপর মমতার পা এঁকেছিল তৃণমূলকর্মীরা। এ প্রসঙ্গে মোদী বলেন যে আর মাথার উপর পা এঁকেছেন কিন্তু রাজ্জএর মানুষকে লাথি মারতে দেবেন না তিনি তৃণমূলকে। এদিনের সভা থেকে মোদী আরও বলেন যে বিজেপি স্কিমের সরকার, আও তৃণমূল স্ক্যামের সরকার। আর দাবী, ১০ বছর আগে যদি রাজ্যবাসী মমতা এই রূপ দেখতেন, তাহলে তাঁকে আনতেন না।

আরও পড়ুন- “ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে তৃণমূল”, বিজেপিতে যোগ দিয়েই হুংকার শিশির অধিকারীর, পদ্মাসনে বসতে পারেন দিব্যেন্দুও 

মোদীর দাবী, বিজেপি এমন একটা সরকার যারা মানুষের পাইপয়সা মানুষের কাছে পৌঁছে দেবে, যারা দুর্নীতিবাজদের জেলে ভরবে। এদিনের মোদীর সভার দিনই পেশ করা হবে বিজেপির ইস্তাহার। পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফিরে অমিত শাহ প্রকাশ করবেন সেই ইস্তাহার।

Back to top button
%d