প্রেম থেকে শুরু করে রাজনৈতিক জীবন, মিমি চক্রবর্তীর জীবনের গোপন কিছু তথ্য

মিমি চক্রবর্তী বাংলা অভিনয় জীবনের একটি বেশ গুরুত্বপূর্ণ মুখ। নানান ছবিতে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি, একজন ভালো গায়িকাও বটে তিনি। শুধু তাই-ই নয়, এরই সঙ্গে একজন সাংসদও তিনি।
জলপাইগুড়ি শহরে জন্মগ্রহণ করেন তিনি। তপবে সেখানেই বেড়ে ওঠেননি অভিনেত্রী। বেশীরভাগ সময় কাটিয়েছেন অরুণাচল প্রদেশে। এরপর কলেজ জীবন কাটান কলকাতায়। আশুতোষ কলেজের ছাত্রী ছিলেন মিমি।
মিমির অভিনয় জীবন শুরু হয় ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই ধারাবাহিক শুরু হয়। এরপর বড় পর্দায় আত্মপ্রকাশ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’ ছবির মাধ্যমে বিশেষ পরিচিতি পান মিমি। এরপর, ‘বোঝে না সে বোঝে না’ ছবির পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
রাজ চক্রবর্তীর সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন মিমি। এখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এরপর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ ছবি করার সময় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই খবর যে মিথ্যে সেকথা পরিষ্কার জানিয়ে দেন অভিনেত্রী।
২০১৯ সালে লোকসভা ভোটের আগে রাজনীতিতে যোগ দেন তিনি। তৃণমূলের প্রার্থী হন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে। সেই বছর ভোটে জিতে তৃণমূলের সাংসদ হন মিমি। নানান সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মিমি। বিভিন্ন ছবি, ভিডিও হামেশাই শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি, গায়িকা হিসেবেও বেশ সাফল্য অর্জন করেছেকন মিমি। ইউটিউবে বেশ কিছু গানের ভিডিও বের করেছেন তিনি।